Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Final: আগুনে ফর্মে শুভমন? শুরুতেই ‘প্রিন্স’কে তুলে নেওয়ার ছক সাজাচ্ছেন ধোনি

CSK vs GT: এ বছরের চেন্নাই অনেক বেশি গোছানো, সেই বিষয়টিও ম্যাচের আগে তুলে ধরেছেন ধোনিদের কোচ। ফ্লেমিংয়ের কথায়, “একটা ম্যাচে হার বা জিত অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সেই শিক্ষাগুলো কাজে লাগাতে লাগাতে এগোতে হয়। টিমে যদি ভারসাম্য থাকে, তা হলে শিখে নেওয়ার কাজটা দ্রুত সেরে ফেলা যায়। আমরা টিম হিসেবে অনেক পরিণত। আগের থেকে অনেক বেশি গোছানো।”

IPL 2023 Final: আগুনে ফর্মে শুভমন? শুরুতেই 'প্রিন্স'কে তুলে নেওয়ার ছক সাজাচ্ছেন ধোনি
শুভমন গিল ও ধোনি
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 2:20 PM

আমেদাবাদ: শুভমন গিল আগুনে ফর্মে। বল হাতে অপ্রতিরোধ্য মহম্মদ সামি, রশিদ খানরা। টিম হিসেবেও দুরন্ত পারফর্ম করছে হার্দিক পান্ডিয়ার দল। তবু চেন্নাই ‘অন্য’ কাউকে দেখতে পাচ্ছে না। ফাইনাল শুরুর আগে নিজেদর দলের প্রতি আস্থার কথা জানালেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক চেন্নাইয়ের প্রাক্তন খেলোয়াড়ও বটে। অতীতে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। কিন্তু অতীতের সেই বছরগুলোর থেকেও এ বারের চেন্নাই আরও বেশি তারি বলে মনে করছেন ফ্লেমিং। এমনকি, যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে তাঁর ছেলেরা মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এই কিউয়ি কোচ। রবিবার যদি আইপিএল ফাইনাল ম্যাচের আগে বা ওই সময় বৃষ্টি হতে পারে। খেলায় যদি বৃষ্টির প্রভাব পড়ে তার জন্যও ধোনিব্রিগেড তৈরি রয়েছে বলে দাবি ফ্লেমিংয়ের। চেন্নাইয়ের কোচ কী যুক্তি তুলে ধরলেন? বিস্তারিত TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন্স গুজরাট এ বারও ফাইনালে পৌঁছে গিয়েছে। ঋদ্ধিমান সাহাদের হারানো যে খুব সহজ কাজ নয়, বিলক্ষণ জানেন ধোনিদের কোচ। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর থেকে নিজের দলের শক্তিতে আস্থা রাখছেন ফ্লেমিং। ফাইনাল ম্যাচের আগে তিনি বলেছেন, “আমরা আমাদর প্রস্তুতিকে আরও জোরদার করেছি। যাতে অ্যাওয়ে ম্যাচেও চেন্নাই নিজের লড়াই জারি রাখতে পারে। সেরাটা দিতে পারে। যে কোনও টুর্নামেন্টের ফাইনাল সব সময় চ্যালেঞ্জিং। ফাইনালে আমাদের জেতার রেকর্ড ৫০ শতাংশ।” এর পরই ফ্লেমিংয়ের যুক্তি, “আমরা নিজেদের এ ভাবেই প্রস্তুত করেছি, যাতে নিরপেক্ষ মাঠে খেলা হলেও আমরা মানিয়ে নিতে কোনও অসুবিধা না হয়। টিম হিসেবে নিজেদের মেলে ধরতে পারি।”

এ বছরের চেন্নাই অনেক বেশি গোছানো, সেই বিষয়টিও ম্যাচের আগে তুলে ধরেছেন ধোনিদের কোচ। ফ্লেমিংয়ের কথায়, “একটা ম্যাচে হার বা জিত অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সেই শিক্ষাগুলো কাজে লাগাতে লাগাতে এগোতে হয়। টিমে যদি ভারসাম্য থাকে, তা হলে শিখে নেওয়ার কাজটা দ্রুত সেরে ফেলা যায়। আমরা টিম হিসেবে অনেক পরিণত। আগের থেকে অনেক বেশি গোছানো।”

নিজের দলের উপর ভরসা রাখলেও বিপক্ষের কিছু ক্রিকেটারের ফর্ম অবশ্যই চিন্তায় রেখেছে ফ্লেমিংকে। সে কথা নিজেই জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মুখে উঠে এসেছে শুভমন গিলের কথা। গিলকে নিয়ে তিনি বলেছেন, “ছেলেটা খুব ভাল খেলছে। যদিও ওর জন্য আমাদের পরিকল্পনা বদলাবে না। একটা টিমকে ঘিরে যে ভাবে আমরা পরিকল্পনা সাজাই, সে ভাবেই নামব ফাইনালে। ইনিংসের শুরুতেই উইকেট নেওয়ার কাজ আমরা অতীতের ম্যাচে সফল ভাবে করেছি। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।”