IPL 2025, MS Dhoni: চেন্নাইয়ের চমক, ২ কোটির বেশি টাকায় বেবি এবিকে সই করাল ধোনির টিম

Chennai Super Kings, Dewald Brevis: গত ম্যাচে দুরন্ত প্রত্য়াবর্তনও করেছে সিএসকে। ঋতুরাজের পরিবর্ত হিসেবে মুম্বইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাহত্রেকে সই করিয়েছিল চেন্নাই সুপার কিংস। এ বার বিদেশি তরুণ তুর্কিকে সই করাল ধোনির চেন্নাই।

IPL 2025, MS Dhoni: চেন্নাইয়ের চমক, ২ কোটির বেশি টাকায় বেবি এবিকে সই করাল ধোনির টিম
Image Credit source: Zabed Hasnain Chowdhury/NurPhoto via Getty Images

Apr 18, 2025 | 4:19 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুমটা একেবারেই ভালো যাচ্ছিল না চেন্নাই সুপার কিংসের। টানা পাঁচটি ম্যাচ হেরেছিল তারা। এর মধ্যে ঘরের মাঠেও হারের হ্যাটট্রিক হয়েছে। চেন্নাই শিবিরে অস্বস্তি বেড়েছিল ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের চোটে। আইপিএল মরসুমের বাকি ম্যাচগুলি থেকেই ছিটকে গিয়েছেন ঋতুরাজ। ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে দুরন্ত প্রত্য়াবর্তনও করেছে সিএসকে। ঋতুরাজের পরিবর্ত হিসেবে মুম্বইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাহত্রেকে সই করিয়েছিল চেন্নাই সুপার কিংস। এ বার বিদেশি তরুণ তুর্কিকে সই করাল ধোনির চেন্নাই।

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস আইপিএলের মঞ্চে নতুন নাম নয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেই আইপিএলে সুযোগ পেয়েছিলেন। এ বার মেগা অকশনে অবিক্রীত থেকে গিয়েছিলেন। অবশেষে চেন্নাই সুপার কিংসে বেবি এবি। আইপিএলের তরফে একটি মেইলে নিশ্চিত করা হয়েছে, চেন্নাইয়ে গুরজপনীত সিংয়ের চোট থাকায় তাঁর পরিবর্ত হিসেবে ডিওয়াল্ড ব্রেভিসকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস।

টি-টোয়েন্টি কেরিয়ারে ৮১টি ম্যাচ খেলেছেন প্রোটিয়া তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। করেছেন ১৭৮৭ রান। সর্বাধিক স্কোর ১৬২! আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর পথ চলা শুরু। ১০টি ম্যাচ খেলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। করেছেন মোট ২৩০ রান। ২.২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন বেবি এবি।