Cheteshwar Pujara: তিন বছরে উলটপূরাণ! বর্ডার-গাভাসকর ট্রফিতে ফিরছেন চেতেশ্বর পূজারা
Border Gavaskar Trophy 2024-25: টিম ইন্ডিয়ার শেষ অজি সফরে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন চেতেশ্বর পূজারা। তার আগে ২০১৮-১৯ মরসুমে সর্বাধিক রান এসেছিল তাঁর ব্যাটে। এ বার সেই পূজারা নেই বর্ডার গাভাসকর ট্রফির টিম ইন্ডিয়ার স্কোয়াডে। তারপরও ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফিরছেন পূজ্জি।
কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) থেকে দূরে থাকতে পারলেন না চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ১০৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। ভারতীয় টিমে তাঁর মতো ক্রিকেটার খুব কমই রয়েছেন। টিম ইন্ডিয়ার শেষ অজি সফরে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন চেতেশ্বর পূজারা। তার আগে ২০১৮-১৯ মরসুমে সর্বাধিক রান এসেছিল তাঁর ব্যাটে। এ বার সেই পূজারা নেই বর্ডার গাভাসকর ট্রফির টিম ইন্ডিয়ার স্কোয়াডে। তারপরও ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফিরছেন পূজ্জি। কিন্তু কী ভাবে?
বাইশ গজে ব্যাট হাতে নয়, আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে চেতেশ্বর পূজারাকে দেখা যাবে মাইক হাতে। দেশের জার্সিতে শেষবার টেস্টে খেলেছেন পূজারা ২০২৩ সালে, ওভালে। তারপর থেকে তিনি জাতীয় দলে ব্রাত্য। এ বার তাঁর জন্য বলতে হচ্ছে তিন বছরে উলটপূরাণ। বছর তিনেক আগেও যাঁকে অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে শাসন করতে দেখা গিয়েছে, এ বার তাঁকে মাইক হাতে বিশ্লেষণ করতে দেখা যাবে। কারণ পূজারা বর্ডার-গাভাসকর ট্রফির সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য টিমের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি।
অতীতে ধারাভাষ্য দিতে দেখা যায়নি ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে। এ বার দেখার পারথ টেস্টেই তাঁর ধারাভাষ্যে হাতেখড়ি হয় কিনা। অজি সফরে শেষ দুই বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের নেপথ্যে পূজারা বড় ভূমিকা নিয়েছিলেন। তাঁর ক্রিজ কামড়ে পড়ে থাকার মানসিকতা সকল ক্রিকেটারকে উদ্বুদ্ধ করে। এ বার তিনি মাঠ থেকে দূরে থেকেও পরোক্ষভাবে জড়িয়ে রইলেন এই ঐতিহ্যবাহী বর্ডার-গাভাসকর ট্রফিতে।
Previous BGT – Cheteshwar Pujara was the 2nd highest run scorer for India.
This BGT – Cheteshwar Pujara will do Hindi commentary. pic.twitter.com/xBZeunWHRn
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 18, 2024