AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chris Gayle on MS Dhoni: ‘এত প্রত্যাশা রেখো না’, ধোনির সমর্থকদের সতর্কবার্তা ক্রিস গেইলের!

IPL 2025, Chennai Super Kings: আরসিবির কাছে হেরেছে চেন্নাই। এরপরই ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি কেন ৯-এ নামলেন! সেই বিতর্কে ক্রিস গেইলও। সঙ্গে সমর্থকদেরও সতর্কবার্তা ইউনিভার্স বসের।

Chris Gayle on MS Dhoni: 'এত প্রত্যাশা রেখো না', ধোনির সমর্থকদের সতর্কবার্তা ক্রিস গেইলের!
Image Credit: BCCI
| Updated on: Apr 01, 2025 | 5:52 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু-দলই পাঁচ বার করে চ্যাম্পিয়ন। মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে যেমন রোহিত শর্মা, তেমনই চেন্নাইয়ের ধোনি। এই দু-জনের নেতৃত্বেই পাঁচটি করে ট্রফি। চেন্নাইয়ের শুরুটা এ বারও ভালো হয়েছিল। প্রথম ম্যাচেই জয়। কিন্তু গত দু-ম্যাচে হার। ঘরের মাঠে দীর্ঘ ১৭ বছর পর আরসিবির কাছে হেরেছে চেন্নাই। এরপরই ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি কেন ৯-এ নামলেন! সেই বিতর্কে ক্রিস গেইলও। সঙ্গে সমর্থকদেরও সতর্কবার্তা ইউনিভার্স বসের।

ইনসাইড স্পোর্টসে সাক্ষাৎকারে গেইল বলেন, ‘ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্য কারও সঙ্গে তুলনা করা সম্ভব নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক মূল্যবোধ নিয়ে আসে। ধোনিকে যদি যত বেশিদিন সম্ভব দেখতে চান, ওকে চাপে ফেলার প্রয়োজন নেই। এইসবের মধ্যে দিয়ে ওর মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেওয়া হতে পারে। ধোনির মতো একজন কিংবদন্তিকে কেউ নিশ্চয়ই এমন বার্তা পাঠাতে চাইবেন না কারণ, তিনি আইপিএলে এতকিছু দিয়েছেন।”

গেইল মনে করেন যে, ধোনি ভক্তদের চাহিদা সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। তিনি ক্য়াপ্টেন হিসেবে চেন্নাইকে পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন। ধোনির নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে আরও একবার মনে করিয়ে দেন। সুতরাং, এক-দু ম্যাচের ফল দিয়ে ধোনিকে যাতে বিচার না করা হয়, সেই অনুরোধও করেন। ভক্তদের উদ্দেশে আরও বার্তা, ‘যে ব্যক্তি এত গুলো ট্রফি জিতেছেন, যদি তিনি আইপিএল থেকে চলে যান, তবে তার জন্য চেন্নাইয়েরই শুধু নয়, আইপিএলের জনপ্রিয়তারও পতন হবে।’