Indian Cricket: সংসদে ক্রিকেট নিয়ে চর্চা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের MP দিলেন বড় প্রস্তাব

TMC MP on Cricket: ভারতে অল ইন্ডিয়া রেডিয়ো তার ৫৯১টি স্টেশনের মাধ্যমে ৯৮ শতাংশ মানুষের কাছে পৌঁছায়। দেশের জাতীয় সম্প্রচারক। ফলে এটি বৃথা যেতে দেওয়া উচিত নয়। সঠিকভাবে ব্যবহার করা উচিত বলেই জানান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ।

Indian Cricket: সংসদে ক্রিকেট নিয়ে চর্চা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের MP দিলেন বড় প্রস্তাব
Image Credit source: PTI

Feb 11, 2025 | 2:36 PM

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলছে ভারতের। এ বিষয়ে সংসদেও আলোচনা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের এমপি মহম্মদ নাদিমুল হক ক্রিকেটের একটি গুরুতর বিষয় সংসদে আলোচনায় আনেন। ক্রিকেট ধারাভাষ্যের উন্নতির উপর জোর দেন তিনি। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ধারাভাষ্য সম্পর্কিত বিষয়টি উত্থাপন করেন রাজ্যসভার সদস্য মহম্মদ নাদিমুল হক। তিনি বলেন, ‘অল ইন্ডিয়া রেডিয়োতে ক্রিকেট ধারাভাষ্য চালিয়ে যাওয়া উচিত।’ টিএমসি এমপির এই মন্তব্যের প্রশংসাই করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর প্রশংসা করেন।

অল ইন্ডিয়া রেডিয়োতে ক্রিকেট ধারাভাষ্যের উন্নতি করা উচিত

তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ নাদিমুল হক রাজ্যসভায় বলেন, ‘অল ইন্ডিয়া রেডিয়োতে প্রতিটি ভাষায় ক্রিকেট ধারাভাষ্য করা উচিত।’ তহবিলের অভাব উল্লেখ করে এটি এখন সম্ভব নয় বলা হয়েছে। যদিও তিনি বলেন, ‘এটা ঠিক নয়। কারণ অল ইন্ডিয়া রেডিয়োতে কোটি কোটি মানুষের সংযোগ রয়েছে। আমাদের উচিত এই মাধ্যমকে ব্যবহার করা।’ বিসিসিআই অল ইন্ডিয়া রেডিয়োকে সম্প্রচার অধিকার না দেওয়ার প্রশ্নও তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন।

ক্রিকেট ধারাভাষ্যের মানের উন্নতির উপর জোর

সংসদ সদস্য মহম্মদ নাদিমুল হক রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে আরও বলেন, রেডিয়োতে ক্রিকেট ধারাভাষ্যের মান ক্রমাগত কমে যাচ্ছে। রেডিয়োতে ক্রিকেট ধারাভাষ্যের ঐতিহ্য শেষ হচ্ছে। অনেক কিংবদন্তি ক্রিকেট ধারাভাষ্যকার উঠে এসেছেন রেডিয়ো থেকেই। এ ছাড়াও তিনি কিংবদন্তি ক্রিকেট ভাষ্যকারদের নামও উল্লেখ করেন যার মধ্যে সুশিল দোশী, সুনিল গুপ্ত, বিনীত ও প্রকাশ ওয়াঙ্কর রয়েছেন।

নাদিমুল হক জানান, অল ইন্ডিয়া রেডিয়োর উন্নতি করা যেতে পারে। পরামর্শ হিসেবে তিনি বলেন, এর উপর আরও ভাল এবং বিশ্বমানের অনুষ্ঠান তৈরি করা যেতে পারে। এটি করার মাধ্যমে আমরা আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারি। বিবিসি এবং এবিসির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমরাও এরকম হতে পারি।’ ভারতে অল ইন্ডিয়া রেডিয়ো তার ৫৯১টি স্টেশনের মাধ্যমে ৯৮ শতাংশ মানুষের কাছে পৌঁছায়। দেশের জাতীয় সম্প্রচারক। ফলে এটি বৃথা যেতে দেওয়া উচিত নয়। সঠিকভাবে ব্যবহার করা উচিত বলেই জানান নাদিমুল।