AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket World Record: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড! ভুটানের সোনম নিলেন ৮ উইকেট

Bhutan Vs Myanmar: মায়ানমারের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে বিস্ফোরক বোলিং সোনমের। এমন বোলিং কেউ আর কুড়ি-বিশের ক্রিকেটে করেননি। ভুটানের ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯.২ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছে মায়ানমার। ৮২ রানে জিতেছে ভুটান।

Cricket World Record: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড! ভুটানের সোনম নিলেন ৮ উইকেট
সোনমের বিশ্বরেকর্ড!
| Edited By: | Updated on: Dec 29, 2025 | 6:38 PM
Share

কলকাতা: ৪-১-৭-৮! এতদিন ৭ উইকেট অনেকবার দেখেছে বিশ্ব ক্রিকেট। এ বার সেই রেকর্ড ভেঙে ফেলা বোলিংও দেখা গেল। চার ওভার বল করে ১ মেডেন নিয়ে বোলার খরচ করেছেন মাত্র ৭ রান। আর ঝুলিতে ৮ উইকেট! যা কার্যত চমকে দিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটকে। এ হেন কাণ্ড ঘটিয়েছেন এক বাঁ হাতি স্পিনার। ভুটানের ২২ বছরের ক্রিকেটার সোনম ইয়েশের বিশ্বরেকর্ড। ইকোনমি রেট ১.৮০!

মায়ানমারের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে বিস্ফোরক বোলিং সোনমের। এমন বোলিং কেউ আর কুড়ি-বিশের ক্রিকেটে করেননি। ভুটানের ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯.২ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছে মায়ানমার। ৮২ রানে জিতেছে ভুটান। সোনমকে আর সামলাতে পারেনি প্রতিপক্ষ। কে এই সোনম? ২০০৩ সালের ডিসেম্বরে জন্ম। ভুটান ক্রিকেটের যুব দলের ফসল। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে অভিষেক ২০২২ সালে। বাঁ হাতি স্পিনার ব্যাট করেন ডান হাতে। চলতি বছরের শুরুতেই সিনিয়র দলে পা রাখেন। তাতেই পাল্টে গিয়েছে দলের পারফরম্যান্স। মায়ানমারের বিরুদ্ধে ৫ ম্যাচের নিয়েছেন ১২ উইকেট। তবে ব্যাটে রান পাননি সোনম।

এর আগে ৭ উইকেট নেওয়া বোলার দেখেছে টি-টোয়েন্টি। মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রাস ৮ রানে ৭ উইকেট নিয়েছেন, চিনের বিরুদ্ধে ২০২৩ সালে। বাহারিনের আলি দাউদ ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। এই ভুটানের বিরুদ্ধে চলতি বছর।