CSK, IPL 2025: প্লে অফের দৌড় থেকে ছিটকে ধোনির মুখে CSK-র ব্যর্থতার আসল কারণ…

আইপিএলের ইতিহাসে এই প্রথম পর পর দুই বছর প্লে-অফে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারলেন না ধোনিরা।

CSK, IPL 2025: প্লে অফের দৌড় থেকে ছিটকে ধোনির মুখে CSK-র ব্যর্থতার আসল কারণ...
CSK, IPL 2025: প্লে অফের দৌড় থেকে ছিটকে ধোনির মুখে CSK-র ব্যর্থতার আসল কারণ...Image Credit source: BCCI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 01, 2025 | 5:35 PM

কলকাতা: এ বারের মত চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) আইপিএলের (IPL) প্লে-অফের আশা শেষ। বুধবার পঞ্জাব কিংসের কাছে হেরে চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এই বছরের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে বাদ ধোনিরা। এখনও অবধি ১০ ম্যাচ খেলে ২টিতে জিতেছে চেন্নাই। ৮টিতে হারের মুখ দেখতে হয়েছে। বুধবার নিজেদের ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৪ উইকেটে হার চেন্নাইয়ের। আইপিএলের ইতিহাসে এই প্রথম পর পর দুই বছর প্লে-অফে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারলেন না ধোনিরা।

চিপকে ম্যাচের শেষে সিএসকের অধিনায়ক ধোনি তাঁর দলের হারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মাহি নিজের দলের ফিল্ডারদের চেষ্টা নিয়েও জানান। এই মরসুমে প্রায় বেশিরভাগ ম্যাচে একাধিক ক্যাচ ফেলার খেসারত দিতে হয়েছে সিএসকেকে। ম্যাচের পরে ধোনি জানান, শেষ ওভারগুলিতে দলের শক্তির অভাব এবং নিম্নমানের ফিল্ডিং পারফর্ম্যান্স তাঁদের পুরো মরসুমে জুড়ে বেশ চাপে রেখেছে।

চেন্নাইয়ের ক্রিকেটারদের ব্যাটিং সম্পর্কে ধোনি বলেন, “আমার মনে হয় ব্যাটিং ভালোই হয়েছিল। এই মরসুমে এটাই প্রথম বার, যখন আমরা প্রথমে ব্যাট করে যথেষ্ট রান বোর্ডে তুলেছিলাম। কিন্তু আমার মনে হয় এই রানটাও কিছুটা কম ছিল। হ্যাঁ ব্যাটাররা ভালো পারফর্ম করেছে। কিন্তু আমার মনে হয় আমাদের আরও কিছুটা বেশি করা উচিত ছিল। আমার মনে হয় আমাদের ম্যাচ গুলোতে ক্যাচে আরও মনোযোগী হওয়া উচিত ছিল।”

সিএসকের দুই বিদেশি স্যাম কারান ও ডিওয়াল্ড ব্রেভিসের জুটির প্রশংসা করেন ধোনি। তাঁদের নিয়ে মাহি বলেন, “ব্রেভিস এবং স্যামের জুটিটা দুর্দান্ত ছিল। আমরা শেষ ওভারের চারটি বল খেলতে পারিনি। এবং শেষের আগের ওভারে আমাদের চারজন ব্যাটার আউট হয়ে যায়। এই রকম ম্যাচে সেই ৭টি বল অনেক অর্থ বহন করে। স্যাম একজন যোদ্ধা। এটা আমরা সবাই জানি। যখনই ও ম্যাচে সুযোগ পায়, নিজের অবদান রাখতে চায়। দুর্ভাগ্যবশত যখনই আমরা ওকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, সেই ম্যাচগুলোর উইকেট ধীর গতির পাওয়া গিয়েছে। এই ম্যাচের পিচটি এই টুর্নামেন্টে আমাদের ঘরের মাঠের সেরা পিচ গুলির মধ্যে অন্যতম ছিল। এই কারণেই আমার মনে হয়েছে আমাদের আরও ১৫ রানের মতো বাড়তি তোলা দরকার ছিল।”