CSK, IPL 2024: ৬ বলে ৩৬ রানের চ্যালেঞ্জ, স্ত্রী উৎকর্ষার সামনে যা অবস্থা হল CSK ক্যাপ্টেন ঋতুরাজের

Ruturaj Gaikwad: সিএসকের সোশ্যাল মিডিয়া সাইটে ঋতুরাজের সঙ্গে উৎকর্ষার বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। 'সুপার কাপল' সিরিজের মাধ্যমে ঋতুরাজ গায়কোয়াড় ও উৎকর্ষা পাওয়ারের বন্ডিংয়ের কথা তুলে ধরা হয়েছে। তাঁদের দেখা হওয়া, ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি টান সব বিষয় তুলে ধরেছেন ঋতু-উৎকর্ষা।

CSK, IPL 2024: ৬ বলে ৩৬ রানের চ্যালেঞ্জ, স্ত্রী উৎকর্ষার সামনে যা অবস্থা হল CSK ক্যাপ্টেন ঋতুরাজের
CSK, IPL 2024: ৬ বলে ৩৬ রানের চ্যালেঞ্জ, স্ত্রী উৎকর্ষার সামনে যা অবস্থা হল CSK ক্যাপ্টেন ঋতুরাজেরImage Credit source: CSK X

Apr 21, 2024 | 8:30 AM

কলকাতা: ক্রিকেট দুনিয়ায় জুটি তো অনেকেই বাঁধেন, কিন্তু ক’জন ক্রিকেটার একসঙ্গে সংসার শুরু করেন? ক্রিকেট বিশ্বে ক্রিকেটার দম্পতির কথা উঠলেই অনেকের মাথায় আসে অস্ট্রেলিয়ান পুরুষ টিমের ক্রিকেটার মিচেল স্টার্ক ও অজি মহিলা টিমের ক্রিকেটার অ্যালিসা হিলি। ভারতীয় ক্রিকেটেও রয়েছে এমন এক ক্রিকেট দম্পতি। যাঁদের ভালোবাসা পিচ থেকে বিয়ের পিঁড়ি অবধি গড়িয়েছে। ভারতের এই ক্রিকেট দম্পতি হলে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং উৎকর্ষা পাওয়ার (Utkarsha Pawar)। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়োকায়ড়ের সঙ্গে এ বারের আইপিএলে সফর করছেন তাঁর স্ত্রী, মহারাষ্ট্র মহিলা টিমের ক্রিকেটার উৎকর্ষা। এ বার ঋতুরাজ গায়কোয়াড় এবং উৎকর্ষাকে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল। ঋতু ৬ বলে ৩৬ রান করবেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্ত্রী উৎকর্ষাকে। তারপর…

সিএসকের সোশ্যাল মিডিয়া সাইটে ঋতুরাজের সঙ্গে উৎকর্ষার বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ‘সুপার কাপল’ সিরিজের মাধ্যমে ঋতুরাজ গায়কোয়াড় ও উৎকর্ষা পাওয়ারের বন্ডিংয়ের কথা তুলে ধরা হয়েছে। তাঁদের দেখা হওয়া, ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি টান সব বিষয় তুলে ধরেছেন ঋতু-উৎকর্ষা।

নেটদুনিয়ায় ঋতুরাজ ও উৎকর্ষার একটি ভিডিয়ো ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে ব্য়াটিং করছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং বোলিং করছেন উৎকর্ষা। সেই ভিডিয়োতে প্রথমে ঋতুরাজ জানান, উৎকর্ষা ও তাঁর একটা বিষয়ে বিরাট মিল। আর তা হল ক্রিকেট। আর এই খেলার মাধ্যমেই তাঁদের সাক্ষাৎ হয়েছে। এরপর ঋতুরাজ তাঁর স্ত্রী উৎকর্ষাকে জানান, ৬ বলে ৩৬ রান করবেন তিনি। হাসতে হাসতে উৎকর্ষা জানিয়ে দেন, তাঁর বিরুদ্ধে এমন ভাবনা ঋতু বাস্তবায়িত করতে পারবেন না। যদিও ঋতু উল্লেখ করেন, উৎকর্ষা পুরোপুরি ফিট নেই। এরপর উৎকর্ষা বলেন, ৬ বলে ১০ রান করতে। সেটাই ঋতুর চ্যালেঞ্জ। এরপর নেটে পর পর ঋতুরাজকে ৬টি ডেলিভারি দেন উৎকর্ষা। এবং ভিডিয়োর শেষে জানা যায় চ্যালেঞ্জ টাই করেছেন ঋতু।

মহেন্দ্র সিং ধোনি এ বারের আইপিএল শুরু হওয়ার আগে ঋতুরাজ গায়কোয়াড়কে সিএসকের ক্যাপ্টেন বানান। হলুদ আর্মির অধিনায়ক হিসেবে ভক্তদের থেকে ভালোবাসাও পাচ্ছেন ঋতুরাজ।