Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, MS Dhoni ভিডিয়ো: ধোনি আউট হতেই এ কী কাণ্ড ফ্যানগার্লের! ভাইরাল মুহূর্ত…

IPL 2025, Chennai Super Kings: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় পৌঁছে মাত্র ৬ রানে হার। টানা দ্বিতীয় হারে চেন্নাই সুপার কিংস সমর্থকরাও অস্বস্তিতে। আলোচনায় মহেন্দ্র সিং ধোনিও। আর রবিবারের ম্যাচে ধোনির আউটের পরই একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

IPL 2025, MS Dhoni ভিডিয়ো: ধোনি আউট হতেই এ কী কাণ্ড ফ্যানগার্লের! ভাইরাল মুহূর্ত...
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 7:46 PM

কলকাতা: আইপিএলের ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের অন্যতম সফল দল। এ বারও শুরুটা দুর্দান্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে তারা হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এরপরই জোরালো ধাক্কা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে হার। দীর্ঘ ১৭ বছর পর চেন্নাই দুর্গ ভাঙে আরসিবি। এখানেই শেষ নয়, রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় পৌঁছে মাত্র ৬ রানে হার। টানা দ্বিতীয় হারে চেন্নাই সুপার কিংস সমর্থকরাও অস্বস্তিতে। আলোচনায় মহেন্দ্র সিং ধোনিও। আর রবিবারের ম্যাচে ধোনির আউটের পরই একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

ধোনি কেন উপরের দিকে আসছেন না, এই নিয়ে আলোচনার শেষ নেই। রাজস্থান ম্যাচে সাতে নামেন ধোনি। ভালোই খেলছিলেন। ননস্ট্রাইকে তাঁর সঙ্গে জাডেজা। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২০ রান। ধোনির জন্য সব ভেনুই হোম গ্রাউন্ড। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামও ব্যতিক্রম নয়। গ্যালারিতে হলুদ জার্সির আধিক্য। ক্রিজে ধোনি, বিশ্বের অন্যতম সেরা ফিনিশার, ফলে শেষ ওভারে ২০ রান আসবে, চেন্নাইয়ের এই বিশ্বাস ছিল। সেটা না হওয়াতেই কি রেগে আগুন ধোনির ফ্যানগার্ল? তাঁর রিয়্যাকশন মিম হয়ে ছড়িয়ে পড়েছে।

শেষ ওভার, পুরনো বল। পেস কম থাকলে বড় শট খেলা কঠিন। জোফ্রা আর্চারের ওভার বাকি থাকলেও রাজস্থান রয়্যালস সন্দীপ শর্মাকে আক্রমণে আনে। তাঁর গতি কম। লাইন লেন্থ দুর্দান্ত। প্রথম বলেই বড় শট খেলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও বলে গতি কম থাকায় গ্য়ালারিতে ওড়াতে পারেননি। সন্দীপের লো ফুলটস, ডিপ লং অনে চোখ ধাঁধানো ক্যাচ নেন শিমরন হেটমায়ারের। ধোনি মাঠ ছাড়েন, ৬ রানে হারে চেন্নাই। আর ধোনির আউটেই গ্যালারিতে হতাশা। এক ফ্যানগার্লের এমনই মুহূর্ত চোখে পড়ার মতো!