CSK, IPL 2022 Auction: মেগা নিলামের দ্বিতীয় দিন চেন্নাইয়ে এলেন শিবম-জর্ডানরা
Chennai Super Kings Auction Players : এক নজরে দেখে নিন আইপিএলের নিলামের শেষে কেমন হল চেন্নাই টিম।
বেঙ্গালুরু: ক্যাপ্টেন কুলের মতো ঠান্ডা মাথায় সিএসকে (CSK) এ বারের আইপিএল নিলাম (IPL 2022 Auction LIVE) থেকে ফিরিয়ে আনল তাদের দলের বেশ কিছু প্লেয়ারদের। রেকর্ড টাকায় কামব্যাক হল দীপক চাহারের। তবে চেন্নাই নিলাম থেকে তুলে নিতে পারল না ফাফ দু’প্লেসি ও শার্দূল ঠাকুরকে। এ বারের রিটনশনে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মইন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছিল চেন্নাই। সিএসকে ছাড়াও দীপক চাহারকে নিলামে টার্গেট করেছিল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ২ কোটি টাকা বেস প্রাইস থাকলেও ১৪ কোটি টাকা খরচ করে দলের স্টার প্লেয়ারকে ফিরিয়ে এনেছে চেন্নাই।
All set to R?AR! #Prideof2022 #WhistlePodu ?
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 13, 2022
মেগা নিলামের দ্বিতীয় দিন পঞ্জাব, লখনউ ও রাজস্থানের মধ্যে বিড শুরু হয় শিবম দুবেকে নেওয়ার জন্য। লখনউ হাল ছাড়তে আসরে নামে চেন্নাই সুপার কিংস। ৫০ লক্ষ টাকা বেস প্রাইজ থেকে ৪ কোটি টাকায় ধোনির দলে ভারতীয় অলরাউন্ডার শিবম। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার রাজবর্ধন হাঙ্গারগেকরকে দল টানতে তিন ফ্রাঞ্চাইজির লড়াই। ধোনির চেন্নাই তাঁকে দলে তুলে নিল ১ কোটি ৫০ লক্ষ টাকায়। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় ফের দলে নিল চেন্নাই। বিদেশি কোটায় স্যান্টনার, ডেভন কনওয়ে, অ্যাডাম মিলনে এবং ক্রিস জর্ডানদের নিয়ে দল অনেকটাই শক্তিশালী করল চেন্নাই।
রিটেনশনে কাদের ধরে রেখেছিল সিএসকে –
১) মহেন্দ্র সিং ধোনি – ১২ কোটি
২) রবীন্দ্র জাডেজা – ১৬ কোটি
৩) মইন আলি – ৮ কোটি
৪) ঋতুরাজ গায়কোয়াড় – ৬ কোটি
এ বারের নিলাম থেকে কাদের কিনল চেন্নাই –
১) দীপক চাহার – ১৪ কোটি
২) ডোয়েন ব্র্যাভো – ৪ কোটি ৪০ লক্ষ
৩) অম্বাতি রায়ডু – ৬ কোটি ৭৫ লক্ষ
৪) রবীন উথাপ্পা – ২ কোটি
৫) কেএম আসিফ – ২০ লক্ষ
৬) তুষার দেশপান্ডে – ২০ লক্ষ
৭) শিবম দুবে – ৪ কোটি
৮) মহেশ থেকশানা – ৭০ লক্ষ
৯) রাজবর্ধন হাঙ্গারগেকর – ১ কোটি ৫০ লক্ষ
১০) সিমরনজিৎ সিং – ২০ লক্ষ
১১) ডেভন কনওয়ে – ১ কোটি
১২) ডোয়েইন প্রিটোরিয়াস – ৫০ লক্ষ
১৩) মিচেল স্যান্টনার – ১ কোটি ৯০ লক্ষ
১৪) অ্যাডাম মিলনে – ১ কোটি ৯০ লক্ষ
১৫) সুভ্রাংশু সেনাপতি -২০ লক্ষ
১৬) প্রশান্ত সোলাঙ্কি – ১ কোটি ২০ লক্ষ
১৭) সি হরি নিশান্থ – ২০ লক্ষ
১৮) ক্রিস জর্ডান – ৩ কোটি ৬০ লক্ষ
১৯) এন জগদীশান – ২০ লক্ষ
২০) মুকেশ চৌধুরি – ২০ লক্ষ
২১) কে ভগত ভর্মা – ২০ লক্ষ
গত দু’বছর ভালো পারফর্ম করতে পারেননি সুরেশ রায়না। তাই তাঁকে নিল না চেন্নাই। কিন্তু ২ কোটি বেস প্রাইস থাকা ডোয়েন ব্র্যাভোকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় দলে ফিরিয়ে এনেছে চেন্নাই। ড্যাডিস আর্মিতে অন্যতম সফল সদস্য যে ব্র্যাভো। অম্বাতি রায়ডুকে নেওয়ার জন্য নিলামে হায়দরাবাদ ও চেন্নাইের মিনি লড়াই চলে। তবে রায়ডুকে ছাড়তে রাজি ছিল না সিএসকে। ক্যারিবিয়ান তারকা প্লেয়ার ব্র্যাভোর মতো রায়ডুকে শেষ অবধি ইয়েলোব্রিগেডে ফেরাতে পেরেছেন বালাজিরা। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় রাখল মাহির দল। ব্র্যাভো, রায়ডুর পাশাপাশি রবীন উথাপ্পাকে নিলাম থেকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ইয়েলো জার্সিতেই আবার খেলার সুযোগ পেয়ে আপ্লুত উথাপ্পা। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022 Auction: ১৪ কোটি দাম ওঠার পর ভয় পেয়ে গিয়েছিলেন দীপক চাহার