AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK, IPL 2022 Auction: রেকর্ড টাকায় ফিরলেন দীপক, নিলামের প্রথম দিন কেমন দল সাজাল সিএসকে?

Chennai Super Kings Auction Players : আইপিএল ২০২২ এর মেগা নিলামের প্রথম দিন ৬ প্লেয়ারকে কিনেছে সিএসকে।

CSK, IPL 2022 Auction: রেকর্ড টাকায় ফিরলেন দীপক, নিলামের প্রথম দিন কেমন দল সাজাল সিএসকে?
চেন্নাই সুপার কিংস
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 10:20 PM
Share

বেঙ্গালুরু: চেনা ছন্দে আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2022 LIVE)  দেখা গেল চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)। ক্যাপ্টেন কুলের মতো ঠান্ডা মাথায় সিএসকে (CSK) ফিরিয়ে আনল তাদের দলের সিনিয়র প্লেয়ারদের। পাশাপাশি রেকর্ড টাকায় কামব্যাক হল দীপক চাহারের। তবে চেন্নাই নিলাম থেকে তুলে নিতে পারল না ফাফ দু’প্লেসি ও শার্দূল ঠাকুরকে। এ বারের রিটনশনে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি রবীন্দ্র জাডেজা, মইন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়কে ধরে রেখেছিল চেন্নাই। নিলামের প্রথম দিন ৬ প্লেয়ারকে কিনেছে সিএসকে।

সিএসকে ছাড়াও দীপক চাহারকে নিলামে টার্গেট করেছিল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ২ কোটি টাকা বেস প্রাইস থাকলেও ১৪ কোটি টাকা খরচ করে দলের স্টার প্লেয়ারকে ফিরিয়ে এনেছে চেন্নাই।

গত দু’বছর ভালো পারফর্ম করতে পারেননি সুরেশ রায়না। তাই তাঁকে নিল না চেন্নাই। কিন্তু ২ কোটি বেস প্রাইস থাকা ডোয়েন ব্র্যাভোকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় দলে ফিরিয়ে এনেছে চেন্নাই। ড্যাডিস আর্মিতে অন্যতম সফল সদস্য যে ব্র্যাভো।

অম্বাতি রায়ডুকে নেওয়ার জন্য নিলামে হায়দরাবাদ ও চেন্নাইের মিনি লড়াই চলে। তবে রায়ডুকে ছাড়তে রাজি ছিল না সিএসকে। ক্যারিবিয়ান তারকা প্লেয়ার ব্র্যাভোর মতো রায়ডুকে শেষ অবধি ইয়েলোব্রিগেডে ফেরাতে পেরেছেন বালাজিরা। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় রাখল মাহির দল।

ব্র্যাভো, রায়ডুর পাশাপাশি রবীন উথাপ্পাকে নিলাম থেকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ইয়েলো জার্সিতেই আবার খেলার সুযোগ পেয়ে আপ্লুত উথাপ্পা। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

২০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডেকে কিনে নিয়েছে ধোনির দল। পাশাপাশি কেএম আসিফকেও বেস প্রাইস ২০ লাখে কিনল চেন্নাই।

আরও পড়ুন: RCB, IPL 2022 Auction: হর্ষল-হাসারঙ্গার কামব্যাক, দেখে নিন প্রথম দিন কেমন দল গোছাল আরসিবি