IPL 2022: মাঠে নামার আগেই সেঞ্চুরি ধোনির দলের

সিএসকের ৯০ শতাংশ স্পনসরই আগের কোম্পানির। ধোনির নেতৃত্বে চেন্নাইকে দেখতে একাধিক বড় সড় স্পনসরই এগিয়ে এসেছে। ব্রেভারিজ কোম্পানির চেয়ারম্যান বলেন, 'এই নিয়ে ৪ বছর সিএসকের সঙ্গে আমরা চুক্তি করলাম। আইপিএলের ফেভারিট টিমের সঙ্গে পথ চলতে পেরে আমরা খুব খুশি।'

IPL 2022: মাঠে নামার আগেই সেঞ্চুরি ধোনির দলের
চেন্নাই সুপার কিংস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 5:19 PM

চেন্নাই: মাঠে নামার আগে সেঞ্চুরি হাঁকাল ধোনির (MS Dhoni) দল। আইপিএল (IPL) তো শুরু ২৬ মার্চ। প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এই মুহূর্তে সুরাটে অনুশীলনে ব্যস্ত ধোনি-রায়াডুরা। তাহলে কি ভাবে মাঠে নামার আগে সেঞ্চুরি হাঁকাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)? মাঠে নয়, মাঠের বাইরে সেঞ্চুরি ধোনির দলের। ব্যবসায়িক দিক দিয়ে ১০০ কোটি রেভেনিউ চেন্নাইয়ের। ব্রেভারিজ কোম্পানির সঙ্গে চুক্তি রিনিউ করেছে সিএসকে। দীর্ঘদিন ধরে ধোনিদের জার্সিতে রয়েছে এই কোম্পানি। এ বছরও থাকছে তারা। ৩ বছরের জন্য তাদের সঙ্গে নতুন করে চুক্তি করল। এরই মধ্যে ১০টা স্পনসরের সঙ্গে চুক্তি করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। টাইটেল স্পনসরের সঙ্গে রেকর্ড অর্থে চুক্তি করেছে। সিএসকের ফ্রন্ট জার্সি পার্টনার এই সংস্থা।

সিএসকের ৯০ শতাংশ স্পনসরই আগের কোম্পানির। ধোনির নেতৃত্বে চেন্নাইকে দেখতে একাধিক বড় সড় স্পনসরই এগিয়ে এসেছে। ব্রেভারিজ কোম্পানির চেয়ারম্যান বলেন, ‘এই নিয়ে ৪ বছর সিএসকের সঙ্গে আমরা চুক্তি করলাম। আইপিএলের ফেভারিট টিমের সঙ্গে পথ চলতে পেরে আমরা খুব খুশি।’

এদিকে সিএসকের অনুশীলনে দেখা গেল ফুটভলি। আর সেই ফুটভলি অনুশীলনে সতীর্থদের সঙ্গে ব্যস্ত থাকতে দেখা গেল চেন্নাইয়ের অধিনায়ককে। অম্বাতি রায়াডু, তুষার দেশপাণ্ডে, কে আসিফদের সঙ্গে ফুটভলি খেললেন ধোনি। ইনস্টাগ্রামে ধোনির ফুটভলি খেলার ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। ধোনির ফ্যানরা সর্বত্র ছড়িয়ে। চেন্নাই হোক বা সুরাট, ধোনিকে এক ঝলক দেখতে অপেক্ষা করতে রাজি তাঁর ভক্তরা। সুরাটেও সেই এক ছবি। হোটেল থেকে মাঠে যাওয়ার পথে চেন্নাইয়ের টিম বাস দেখেই চিত্‍কার জুড়ে দিলেন সমর্থকরা। সবার উদ্দেশ্য একটাই। মাহিকে একবারের জন্য চাক্ষুস করা।

আরও পড়ুন: IPL 2022: ক্রিকেট ছেড়ে আচমকা কি খেললেন ধোনি?