AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: ক্রিকেট ছেড়ে আচমকা কি খেললেন ধোনি?

সিএসকের অনুশীলনে এ বার দেখা গেল ফুটভলি। আর সেই ফুটভলি অনুশীলনে সতীর্থদের সঙ্গে ব্যস্ত থাকতে দেখা গেল চেন্নাইয়ের অধিনায়ককে। অম্বাতি রায়াডু, তুষার দেশপাণ্ডে, কে আসিফদের সঙ্গে ফুটভলি খেললেন ধোনি। ইনস্টাগ্রামে ধোনির ফুটভলি খেলার ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

IPL 2022: ক্রিকেট ছেড়ে আচমকা কি খেললেন ধোনি?
মহেন্দ্র সিং ধোনি। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 4:15 PM
Share

সুরাট: ২৬ তারিখ থেকে শুরু আইপিএল (IPL)। তার অনেক আগেভাগেই অনুশীলনে নেমে পড়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সুরাটে অনুশীলনে ব্যস্ত ধোনিরা। ২০২২ আইপিএলে প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে সিএসকে। আর সেই লক্ষ্যে জোরকদমে অনুশীলনে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), অম্বাতি রায়াডুরা। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলতেও ভালোবাসেন ধোনি। জাতীয় দলের অনুশীলনে অধিকাংশ সময়েই ফুটবলে গা ঘামাতে দেখা যেত ভারতের প্রাক্তন অধিনায়ককে। চেন্নাই সুপার কিংসের অনুশীলনেও সেই এক ছবি। ফুটবল খেলে ফিটনেস ধরে রাখেন ধোনি। এ বারে আইপিএলের প্রস্তুতি সুরাটে সারছে সিএসকে। মহারাষ্ট্রের মাটি দিয়েই তৈরি হয়েছে সুরাটের পিচ। আর সেখানেই আস্তানা বেঁধেছেন ধোনিরা।

সিএসকের অনুশীলনে এ বার দেখা গেল ফুটভলি। আর সেই ফুটভলি অনুশীলনে সতীর্থদের সঙ্গে ব্যস্ত থাকতে দেখা গেল চেন্নাইয়ের অধিনায়ককে। অম্বাতি রায়াডু, তুষার দেশপাণ্ডে, কে আসিফদের সঙ্গে ফুটভলি খেললেন ধোনি। ইনস্টাগ্রামে ধোনির ফুটভলি খেলার ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

ধোনির ফ্যানরা সর্বত্র ছড়িয়ে। চেন্নাই হোক বা সুরাট, ধোনিকে এক ঝলক দেখতে অপেক্ষা করতে রাজি তাঁর ভক্তরা। সুরাটেও সেই এক ছবি। হোটেল থেকে মাঠে যাওয়ার পথে চেন্নাইয়ের টিম বাস দেখেই চিত্‍কার জুড়ে দিলেন সমর্থকরা। সবার উদ্দেশ্য একটাই। মাহিকে একবারের জন্য চাক্ষুস করা।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: Shane Warne: ওয়ার্ন ‘মূল্য়ায়ন করে সমালোচনা, কথা ঘোরালেন গাভাসকর