
অস্ট্রেলিয়াকে হারিয়ে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এ বার প্রোটিয়াব্রিগেড গিয়েছে জিম্বাবোয়ে সফরে। সেখানে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের ২টো টেস্ট ম্যাচ খেলার কথা।প্রথম টেস্টে ডেবিউ হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই তারকার। এক, ডিওয়াল্ড ব্রেভিস। দুই, লুয়ানদ্রে প্রিটোরিয়াস। এই দুই তরুণ তুর্কি প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইংনিসে নজর কেড়েছেন, রেকর্ড গড়েছেন।
এ বছরের আইপিএলের শেষের দিকে চেন্নাই সুপার কিংসে যোগ দেন ডিওয়াল্ড ব্রেভিস। যিনি ক্রিকেট দুনিয়ায় অল্প দিনের মধ্যে পরিচিতি পেয়েছেন। তাঁকে ডাকা হয় বেবি এবি নামে। সেই ডিওয়াল্ড ব্রেভিসের টেস্ট অভিষেক হয়েছে জিম্বাবোয়েতে। সেখানেই ডেবিউ টেস্ট ইনিংসে বিশ্বরেকর্ড গড়েছেন সিএসকের তরুণ তুর্কি। ৩৮ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন বেবি এবি। টেস্ট অভিষেকে এক ইনিংসে এত দ্রুত হাফসেঞ্চুরি অতীতে কেউ করতে পারেননি।
প্রোটিয়া তরুণ ব্রেভিসের দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আর এক অভিষেককারী লুয়ানদ্রে প্রিটোরিয়াসও একই ম্যাচে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন। তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরির রেকর্ড এ বার লুয়ানদ্রের দখলে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫৩ রান করে আউট হয়েছেন লুয়ানদ্রে। তাঁর ব্যাটে এসেছে ১১টি চার ও ৪টি ছয়। ১১২ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৯ বছর ৯৩ দিন বয়সে টেস্টে শতরান এল লুয়ানদ্রের ব্যাটে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসাবে টেস্টে সেঞ্চুরির রেকর্ড হল তাঁর। অতীতে এই রেকর্ড ছিল গ্রেম পোলকের। যিনি ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১৯ বছর ৩১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। উল্লেখ্য, বিশ্বের পঞ্চম তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে শতরানের নজির গড়লেন লুয়ানদ্রে।