IPL 2023 : চিপকে ধোনির কামাল নাকি রাসেলের মাসেল পাওয়ার দেখা যাবে?

CSK vs KKR, IPL 2023: চলতি আইপিএলে আজ সিএসকের হোম ম্যাচ রয়েছে। নীতীশ রানার কেকেআরের বিরুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

IPL 2023 : চিপকে ধোনির কামাল নাকি রাসেলের মাসেল পাওয়ার দেখা যাবে?
IPL 2023 : চিপকে ধোনির কামাল নাকি রাসেলের মাসেল পাওয়ার দেখা যাবে?
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 9:30 AM

চেন্নাই : দেখতে দেখতে আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে নাইটদের আজ চেন্নাইয়ের ডেরায় ধোনির দলকে হারাতে হবে। কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে অফের সুযোগ কার্যত নেই বললেই চলে। তবে বাকি দু’টো ম্যাচে বিশাল ব্যবধানে জিতলে অঙ্ক থাকবে। তাই কেকেআরের কাছে বাকি ২ টো ম্যাচ কার্যত মর্যাদা রক্ষার লড়াই। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে। শেষ ২ ম্যাচে জিতে সিএসকে চিপকে নামতে চলেছে। অন্যদিকে পঞ্জাব শনিরাতে জেতায় পয়েন্ট টেবলের ৮ নম্বরে নেমেছে কেকেআর। ১০ পয়েন্ট নিয়ে প্লে অফে প্রবেশের রাস্তা কঠিন রয়েছে শাহরুখের দলের। আজ সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ রবিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে (সিএসকে বনাম কেকেআর ম্যাচে) দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

১) মহেন্দ্র সিং ধোনি – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য সিএসকে অধিনায়কের প্রয়োজন আর ১টি চার।

২) ঋতুরাজ গায়কোয়াড় – আইপিএলে ১৫০টি চারের মাইলস্টোন স্পর্শ করার জন্য সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের প্রয়োজন আর ৬টি চার।

৩) বেন স্টোকস – আইপিএলে ১ হাজার রানের রেকর্ড গড়ার জন্য বেন স্টোকসের প্রয়োজন ৬৫ রান।

৪) রবীন্দ্র জাডেজা – আইপিএলে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে হলে রবীন্দ্র জাডেজাকে নিতে হবে আর ২টি উইকেট। আইপিএলে ১০০টি ছক্কার রেকর্ডের থেকে ৪ টি ছয় দূরে রয়েছেন জাডেজা।

৫) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের রেকর্ড স্পর্শ করার জন্য অম্বাতি রায়ডুর প্রয়োজন মাত্র ১২ রান।

৬) আন্দ্রে রাসেল – আইপিএলে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য আন্দ্রে রাসেলকে নিতে হবে আর ৪টি উইকেট।

৭) রিঙ্কু সিং – আইপিএলে চারের হাফসেঞ্চুরির জন্য রিঙ্কুর চাই আর ৬টি বাউন্ডারি।

৮) লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য লকি ফার্গুসনের প্রয়োজন আর ৩টি উইকেট।

৯) ভেঙ্কটেশ আইয়ার – আইপিএলে ১ হাজার রানের রেকর্ড পূর্ণ করা থেকে ভেঙ্কটেশ আইয়ার ৭৭ রান দূরে রয়েছেন।

১০) টিম সাউদি – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য টিম সাউদির প্রয়োজন আর ৩টি উইকেট।