CSK vs MI Playing XI IPL 2025: হার্দিক-বুমরা নেই, আইপিএলের এল ক্লাসিকোয় কী হতে পারে দু-দলের একাদশ!

Mar 23, 2025 | 5:30 AM

CSK vs MI Preview: চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ঋতুরাজকে তুলে দিয়েছেন ধোনি। অন্য দিকে, রোহিতকে সরিয়ে গত মরসুমেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও স্লো-ওভার রেটের কারণে নির্বাসিত হার্দিক এই ম্যাচে খেলতে পারবেন না। পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। কী হতে পারে দু-দলের একাদশ?

CSK vs MI Playing XI IPL 2025: হার্দিক-বুমরা নেই, আইপিএলের এল ক্লাসিকোয় কী হতে পারে দু-দলের একাদশ!
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের দ্বিতীয় ম্যাচে এল ক্লাসিকো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলই পাঁচ বার করে চ্যাম্পিয়ন। তবে দু-দলেরই কিন্তু পাঁচ বার চ্যাম্পিয়ন করা দুই প্লেয়ার নেতৃত্বে নেই। খেলবেন দু-জনেই। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। একটা প্রজন্ম এই দু-জনকেই টস করতে দেখতে অভ্যস্ত। পরিস্থিতি বদলেছে। চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ঋতুরাজকে তুলে দিয়েছেন ধোনি। অন্য দিকে, রোহিতকে সরিয়ে গত মরসুমেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও স্লো-ওভার রেটের কারণে নির্বাসিত হার্দিক এই ম্যাচে খেলতে পারবেন না। পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। কী হতে পারে দু-দলের একাদশ?

আইপিএলের মেগা অকশনের কারণে প্রতিটি দলেই নানা রদবদল হয়েছে। মুম্বই-চেন্নাইয়ের ক্ষেত্রেও তাই। এতে কিছুক্ষেত্রে ভালোও হয়েছে। চেন্নাইয়ের কথাই ধরা যাক। রবীন্দ্র জাডেজার ক্ষেত্রে ফের জুটি বাঁধবেন রবিচন্দ্রন অশ্বিন। মুম্বই ইন্ডিয়ান্স তাদের তারকা বোলার জসপ্রীত বুমরাকে শুরুর দিকে পাবে না। এটা অস্বস্তির দিক। তবে আইপিএলে অন্যতম সফল এবং অতীতে মুম্বইয়ের হয়ে খেলা ট্রেন্ট বোল্ট থাকছেন।

ম্যাচে আকর্ষণ নিঃসন্দেহে দুই ‘বুড়ো’ ঘোড়া মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন। রোহিতের ক্যাপ্টেন্সিতে দ্বিতীয় আইসিসি ট্রফি জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রোহিত। আইপিএলেও সেই ছন্দ ধরে রাখায় নজর। অন্য দিকে, মহেন্দ্র সিং ধোনি গত মরসুমে ব্যাটিংয়ে কার্যত গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে নেমেই মোহিত করেছেন। এ বারও তেমনই সম্ভাবনা।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে/রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা/বিজয় শঙ্কর, শিবম দুবে (ইমপ্যাক্ট অপশন-খলিল আহমেদ/অংশুল কম্বোজ), স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্য়ান্টনার, করবিন বশ/মুজিব উর রহমান, দীপক চাহার, করন শর্মা, ট্রেন্ট বোল্ট। ইমপ্যাক্ট অপশন: সত্যনারায়ণ রাজু/অশ্বিনী কুমার।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।