Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWC 2023, Australia Cricket team: অস্ট্রেলিয়ার নেটে বোলিংয়ের ডাক, প্রত্যাখ্যান করলেন ‘অশ্বিন’!

Cricket World Cup 2023, Ravichandran Ashwin: দীর্ঘ দেড় বছর পর ওয়ান ডে ফরম্যাটে জাতীয় দলে কামব্যাক হয়েছে অশ্বিনের। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ উইকেট নিলেও ইকোনমি রেট দুর্দান্ত ছিল অশ্বিনের। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় অশ্বিনের কাছেই বড় ধাক্কা খায় অজি শিবির। বিশ্বকাপের আগেও অশ্বিন আতঙ্ক ছিল। সে কারণেই 'নকল অশ্বিন' মহেশ পিথিয়াকে চেয়ে রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

CWC 2023, Australia Cricket team: অস্ট্রেলিয়ার নেটে বোলিংয়ের ডাক, প্রত্যাখ্যান করলেন 'অশ্বিন'!
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:03 PM

নয়াদিল্লি: সব যেন হঠাৎই কেমন হয়ে গেল অজি শিবিরে। বেশ চলছিল। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চোট থাকা অক্ষর প্যাটেলের জায়গায় নেওয়া হয়েছে তাঁকে। এতেই যেন অনেক টিমের পরিকল্পনায় বড় রকমের ধাক্কা খেয়েছে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। চেন্নাইতে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত-অস্ট্রেলিয়া। আর চেন্নাই! অশ্বিনের শহর। চিপকের পিচকে তাঁর চেয়ে ভালো কে চিনবেন? অশ্বিনকে সামলানোর জন্য বিশেষ প্রস্তুতি সারতে চেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। যদিও সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না! অস্ট্রেলিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘অশ্বিন’! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহেশ পিথিয়াকে মনে আছে? গত বছর ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির আগে অস্ট্রেলিয়ার নেটে বোলিং করেছেন ভারতের এই অফস্পিনার। তাঁকে সকলে ডাকেন অশ্বিন বলেই. একই রকম বোলিং অ্যাকশন। বর্ডার-গাভাসকর ট্রফির আগে অশ্বিনের বিরুদ্ধে প্রস্তুতি সেরেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথকে নেটে নাকানিচোবানি খাইয়েছিলেন মহেশ। দারুণ প্রস্তুতি হয়েছিল। এ বারও একই পরিকল্পনা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারতের বিরুদ্ধে সদ্য তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে অজিরা। টিম ইন্ডিয়া সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। প্রথম দু-ম্যাচে খেলেছিলেন অশ্বিন।

দীর্ঘ দেড় বছর পর ওয়ান ডে ফরম্যাটে জাতীয় দলে কামব্যাক হয়েছে অশ্বিনের। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ উইকেট নিলেও ইকোনমি রেট দুর্দান্ত ছিল অশ্বিনের। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় অশ্বিনের কাছেই বড় ধাক্কা খায় অজি শিবির। বিশ্বকাপের আগেও অশ্বিন আতঙ্ক ছিল। সে কারণেই ‘নকল অশ্বিন’ মহেশ পিথিয়াকে চেয়ে রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। অশ্বিন যদি বিশ্বকাপের দলে সুযোগ পান, সেক্ষেত্রে অজি নেটে মহেশকে প্রয়োজন। যদিও অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের প্রস্তাব ফিরিয়ে দেন বরোদার অফস্পিনার মহেশ পিথিয়া।

স্পোর্টসস্টারকে অশ্বিনের ‘ডুপ্লিকেট’ মহেশ পিথিয়া বলেন, ‘নিঃসন্দেহে আমার কাছে দারুণ প্রস্তাব ছিল। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে প্রস্তুতি হয়ে যেত। অস্ট্রেলিয়ার প্রস্তাব নিয়ে ভেবেছিলাম। কোচের সঙ্গেও কথা বলি। তবে অস্ট্রেলিয়াকে জানিয়ে দিই, আমার পক্ষে এ বার নেট বোলার হিসেবে যোগ দেওয়া সম্ভব হবে না।’ মহেশ আরও বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপের স্কোয়াডে অশ্বিনের নাম ঘোষণা করতেই আমার কাছে ফোন আসে। আন্তর্জাতিক ক্রিকেটারদের বিরুদ্ধে প্রস্তুতির সুযোগ নিঃসন্দেহে লোভনীয় প্রস্তাব। তবে আমি ঘরোয়া ক্রিকেটে ফোকাস করতে চাই।’