AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket Team: আর অপেক্ষা নয়, ভারতের বিশ্বকাপ দলে অভিজ্ঞ অফস্পিনার

Cricket World Cup, Ravichandran Ashwin: একদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনে বাধ্য হল টিম ইন্ডিয়া। চোট থাকা অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে স্কোয়াডে যোগ করা হল। টুর্নামেন্টের মাঝপথে কেউ চোট পেলে সেটা আলাদা বিষয়। তবে বিশ্বকাপের স্কোয়াডে এমনই কোনও পরিবর্তনের আজই ছিল শেষ দিন। টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াডে এই একটিই পরিবর্তন হল।

Indian Cricket Team: আর অপেক্ষা নয়, ভারতের বিশ্বকাপ দলে অভিজ্ঞ অফস্পিনার
Image Credit: ICC
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 8:59 PM
Share

মুম্বই: এক দিন আগেই অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন, যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে, তাদের ওপরই ভরসা রাখা হচ্ছে। একদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনে বাধ্য হল টিম ইন্ডিয়া। চোট থাকা অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে স্কোয়াডে যোগ করা হল। টুর্নামেন্টের মাঝপথে কেউ চোট পেলে সেটা আলাদা বিষয়। তবে বিশ্বকাপের স্কোয়াডে এমনই কোনও পরিবর্তনের আজই ছিল শেষ দিন। টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াডে এই একটিই পরিবর্তন হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দীর্ঘ দেড় বছর পর ওডিআই ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে স্কোয়াডে ডাকা হয়। সিরিজ শুরুর আগেই হেড কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার করে দিয়েছিলেন, প্রথম দু-ম্যাচে নিশ্চিত অশ্বিন। এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা অক্ষর প্যাটেল। তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হয় অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে। তখন থেকেই আভাষ ছিল, বিশ্বকাপের স্কোয়াডে কোনও একজন অফস্পিনার চাইছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম ম্যাচে এক উইকেট নেন অশ্বিন। এত দিন পর এই ফরম্যাটে ফেরায় মানিয়ে নিতে একটু সময় লাগারই কথা। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে অনবদ্য বোলিং করেন অশ্বিন। ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন এবং জশ ইংলিশকে ফেরান। এরপর থেকেই আঁচ করা হচ্ছিল, অশ্বিনকে বিশ্বকাপের দলে নেওয়া সময়ের অপেক্ষা। তবে ধোঁয়াশা তৈরি করে রাজকোটে রোহিতের বক্তব্য। তৃতীয় ওডিআইতে খেলানো হয় ওয়াশিংটনকে। ম্যাচের পর রোহিত জানিয়েছিলেন, আগে যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছিল, টিম ম্যানেজমেন্ট নিজেদের পরিকল্পনায় পরিষ্কার। এমনকি আত্মবিশ্বাসী ছিলেন, অক্ষর প্যাটেল বিশ্বকাপে খেলবেন।

অক্ষরের চোটের পরিস্থিতিতে উন্নতি হয়নি। তাই আর ঝুঁকি নিল না টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ অশ্বিনেই আস্থা রাখা হল। টিম ইন্ডিয়ার চূড়ান্ত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব।