CWC 2023, SL Squad: বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার হাসি উড়ল! স্কোয়াডে নেই তারকা

Cricket World Cup 2023: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার সেরা পারফর্মার ছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। এশিয়া কাপে না পাওয়া গেলেও প্রত্যাশা ছিল বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন। যদিও শ্রীলঙ্কা শিবিরে ইতিবাচক কোনও খবর হল না। শ্রীলঙ্কা ক্রিকেট আশা করেছিল, প্রথম কয়েক ম্যাচে না পেলেও অন্তত পরের দিকে পাওয়া যেতে পারে। সেই আশাও জলে। পুরো বিশ্বকাপেই পাওয়া যাবে না ওয়ানিন্দু হাসারঙ্গাকে।

CWC 2023, SL Squad: বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার হাসি উড়ল! স্কোয়াডে নেই তারকা
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 6:33 PM

কলম্বো: এশিয়া কাপ ফাইনালে মাত্র ৫০ রানে অলআউটের লজ্জা। টুর্নামেন্টের বাকি ম্যাচে ভালো পারফর্ম করলেও টিমে একাধিক চোট আঘাতে জর্জরিত ছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেরা হয়ে ভারতের টিকিট নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপ ফাইনালের হতাশা ভুলে বিশ্বকাপে সাফল্যেই নজর ছিল। কিন্তু তার আগে বিশাল ধাক্কা খেল শ্রীলঙ্কা। বিশ্বকাপে নেই ওয়ানিন্দু হাসারঙ্গা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার সেরা পারফর্মার ছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। এশিয়া কাপে না পাওয়া গেলেও প্রত্যাশা ছিল বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন। যদিও শ্রীলঙ্কা শিবিরে ইতিবাচক কোনও খবর হল না। শ্রীলঙ্কা ক্রিকেট আশা করেছিল, প্রথম কয়েক ম্যাচে না পেলেও অন্তত পরের দিকে পাওয়া যেতে পারে। সেই আশাও জলে। পুরো বিশ্বকাপেই পাওয়া যাবে না ওয়ানিন্দুকে।

বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের জন্য সময় রয়েছে আর দু-দিন। তার আগেই স্কোয়াড নিশ্চিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দাসুন শানাকার ডেপুটি করা হয়েছে কুশল মেন্ডিসকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া যাবে না ওয়ানিন্দুকে। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ওয়ানিন্দু। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন। তাঁকে অলরাউন্ডার বললেও অত্যুক্তি হয় না। পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগে ১৯টি উইকেটও নিয়েছিলেন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাত্র ৭ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন ওয়ানিন্দু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ভারতের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে যথেষ্ঠ ওয়াকিবহাল। তাঁকে না পাওয়া শ্রীলঙ্কা শিবিরে বিরাট ধাক্কা। শ্রীলঙ্কা শিবিরে আর এক অস্বস্তি, সুস্থ হয়ে উঠতে পারেননি পেসার দুষ্মন্ত চামিরাও।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রম, চরিত আসালঙ্কা, ধনঞ্জয় ডি’সিলভা, দুসান হেমন্ত, মহেশ থিকসানা, দুনিত ওয়াল্লাগে, কাসুন রজিত, মাতিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মধুশঙ্কা।