AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: ৩০০ রান লোডিং! IPL এর কোন ম্যাচে হবে ইতিহাস? ভবিষ্যদ্বাণী ডেল স্টেইনের

আইপিএলের ১৭ বছরের ইতিহাসে কখনও কোনও দল ৩০০ রান করতে পারেনি। ১৮তম আইপিএলে সেটাই হতে পারে এক ম্যাচে। এমন ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন। কোন ম্যাচের কথা বলেছেন তিনি?

IPL 2025: ৩০০ রান লোডিং! IPL এর কোন ম্যাচে হবে ইতিহাস? ভবিষ্যদ্বাণী ডেল স্টেইনের
৩০০ রান লোডিং! IPL এর কোন ম্যাচে হবে ইতিহাস? ভবিষ্যদ্বাণী ডেল স্টেইনের
| Updated on: Apr 17, 2025 | 3:45 PM
Share

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে ৩০০ রান আর বেশি দূরে নয়। আইপিএলে (IPL) মুড়ি-মুড়কির মতো চার-ছয় মারতে থাকেন নানা দলের ক্রিকেটাররা। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে কখনও কোনও দল ৩০০ রান করতে পারেনি। ১৮তম আইপিএলে সেটাই হতে পারে এক ম্যাচে। এমন ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন (Dale Steyn)। কোন ম্যাচের কথা বলেছেন তিনি?

আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি স্কোর হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল। সেই ম্যাচে ট্রাভিস হেড সেঞ্চুরি করেছিলেন। অরেঞ্জ আর্মি ২৫ রানে ম্যাচ জিতেছিল। এ মরসুমেও অরেঞ্জ আর্মি অন্যতম শক্তিশালী দল। যে কারণে, স্টেইনের মতে ৩০০-রান হতে পারে যে দুটো টিমের ম্যাচে, তাতে রয়েছে হায়দরাবাদ।

নিজের এক্স হ্যান্ডলে ডেল স্টেইন লিখেছেন, ‘ছোট ভবিষ্যদ্বাণী। ১৭ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম ৩০০ রান হবে। কে বলতে পারে, এই ঘটনাটি দেখার জন্য আমিও হয়তো সেখানে উপস্থিত থাকতে পারি।’ যদিও এই পোস্টটি স্টেইন ২৩ মার্চ করেছিলেন।

আজ, ১৭ এপ্রিল বৃহস্পতিবার আইপিএলের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এ বার দেখার দুই দলের মধ্যে কারা ২ পয়েন্ট ছিনিয়ে নেয়। আর সত্যিই ৩০০ রানের ইতিহাস এই ম্যাচে হয় কিনা।