IPL 2023: জাতীয় দলে ব্রাত্য, দিল্লি ক্যাপিটালসে ঋষভের অনুপস্থিতিতে দায়িত্বে তিনিই!

David Warner: জাতীয় দলে ব্রাত্য় হলেও দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে দেখা যেতে পারে ওয়ার্নারকেই। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের বোর্ড ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।

IPL 2023: জাতীয় দলে ব্রাত্য, দিল্লি ক্যাপিটালসে ঋষভের অনুপস্থিতিতে দায়িত্বে তিনিই!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 4:11 PM

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। কবে ফের মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। কিছুটা সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ। জাতীয় দলই শুধু নয়, আইপিএলেও গুরুত্বপূর্ণ ক্রিকেটার ঋষভ। তিনি না থাকায় নেতৃত্ব নিয়ে চাপে পড়েছে দিল্লি ক্য়াপিটালস ফ্র্য়াঞ্চাইজি। সূত্রের খবর, এ বারের আইপিএলে দিল্লি ক্য়াপিটালসকে নেতৃত্ব দেবেন অজি ক্রিকেটার। অতীতেও আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ সময় ধরে আইপিএল এবং অন্য়ান্য় ফ্র্য়াঞ্চাইজি লিগে খেলছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের দেশে অবশ্য় নেতৃত্ব দেওয়ার সুযোগ হচ্ছে না তাঁর। এই নিয়ে প্রচুর জলঘোলাও হয়েছে। ২০১৭-২০১৮ মরসুমে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হন ডেভিড ওয়ার্নার। সে সময় অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। সহ অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। প্লেয়ার হিসেবেই শুধু নয়, নেতৃত্বের ক্ষেত্রে নির্বাসন দেওয়া হয়েছিল। যা এখনও ওঠেনি। বিস্তারিত TV9Bangla-য়।

জাতীয় দলে স্টিভ স্মিথের নেতৃত্বের নির্বাসন উঠে গিয়েছে অনেক আগেই। তাঁকে সহ অধিনায়কও করা হয়েছে। প্য়াট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছেন। তবে ওয়ার্নারের ক্ষেত্রে বিরূপ মনোভাব অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। নেতৃত্বের নির্বাসন তোলা নিয়ে বেশ কয়েক বার আর্জি জানিয়েছিলেন ওয়ার্নার। অজি বোর্ডের সঙ্গে বেশ কয়েক বার আলোচনায়ও বসেছিলেন। তাতে কোনও সুরাহা হয়নি। জাতীয় দলে ব্রাত্য় হলেও দিল্লি ক্য়াপিটালসের নেতৃত্বে দেখা যেতে পারে ওয়ার্নারকেই। সূত্রের খবর, দিল্লি ক্য়াপিটালসের বোর্ড ইতিমধ্য়েই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্য়াটেলকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারের সাফল্য়ও রয়েছে। ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। এ বার আইপিএলের ষষ্ঠদশ সংস্করণ। এখনও অবধি একবারও ট্রফি জিততে পারেনি দিল্লি ক্য়াপিটালস। ভাগ্য় বদলের জন্য়ই এমন সিদ্ধান্ত। আইপিএলে ব্য়াটিংয়ের দিক থেকে ডেভিড ওয়ার্নারের পারফরম্য়ান্স খুবই ভালো। অন্য়দিকে, দলের অন্য়তম গুরুত্বপূর্ণ ক্রিকেটার অক্ষর প্য়াটেল। জাতীয় দলেও ধারাবাহিক পারফর্ম করছেন। এ বার আইপিএলে ওয়ার্নার-অক্ষর জুটিতে সাফল্যের অপেক্ষায় দিল্লি।