AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2021: অরেঞ্জ আর্মির সঙ্গে সম্পর্কে ইতির ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের

আর কি ডেভিড ওয়ার্নারকে (David Warner) অরেঞ্জ জার্সিতে ২২ গজ দাপাতে দেখা যাবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে হাজার হাজার হায়দরাবাদপ্রেমী ও ওয়ার্নারপ্রেমীদের মধ্যে। উত্তরটা সম্ভবত না। শুনতে খারাপ লাগলেও তেমনই ইঙ্গিত দিচ্ছেন স্বয়ং ওয়ার্নার।

IPL 2021: অরেঞ্জ আর্মির সঙ্গে সম্পর্কে ইতির ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের
IPL 2021: অরেঞ্জ আর্মির সঙ্গে সম্পর্কে ইতির ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 3:26 PM
Share

দুবাই: অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner) একসময় সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) অন্যতম ভরসা ছিলেন। ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে চ্যাম্পিয়নও হয়েছিল হায়দরাবাদ। তবে সে সব এখন অতীত। চলতি মরসুমে একের পর এক ম্যাচে হারার পর মরসুমের মাঝ পথে টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারের ওপর থেকে ক্যাপ্টেনের দায়িত্ব সরিয়ে নেয়। তাঁর বদলে বেছে নেওয়া হয় কিউয়ি নেতা কেন উইলিয়ামসনকে। পারফরম্যান্সের ভরাডুবির কারণে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে আর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সেটা হতেই পারে। কিন্তু অধিনায়কের পদ থেকে সরানোর কয়েক ম্যাচ পরেই দল বাদ পড়ছেন তিনি। পর পর দুটো ম্যাচে খেলানো হয়নি অজি ওপেনারকে। ওয়ার্নারের ভক্তরা রীতিমতো অবাক এই ঘটনায়। তাতে নতুন মাত্রা যোগ দিয়েছে তাঁর এক ভক্ত ইন্সটাগ্রামে অজি ওপেনারের উদ্দেশ্যে এক প্রশ্ন করেন, “ওয়ার্নার কি স্টেডিয়ামে আছেন? তাঁকে কোথাও দেখলাম না!!” যার উত্তরে ওয়ার্নার লেখেন, “না, কিন্তু আমরাই জিতব।”

Warner reply

ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

ওয়ার্নারের কয়েক শব্দের এই উত্তর নিয়ে রীতিমতো হইচই শুরু করে দেন তাঁর ভক্তরা। এক ভক্ত দুঃখপ্রকাশ করে লেখেন, “ডেভিইই… আমি কাঁদছি। একটু বিশ্রাম নিয়ে আরও দুর্দান্ত ভাবে তুনি ফিরে এসো।” এর উত্তরে ওয়ার্নার লেখেন, “দুর্ভাগ্যবশত হয়তো আর কখনও নয়, কিন্তু দয়া করে দলকে সমর্থন করা থেকে তোমরা বিরত থেকো না।”

Warner reply

ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

ওয়ার্নারের ইঙ্গিত স্পষ্ট, তাঁকে এই মরসুমে আর হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না। শুধু তাই নয়, পরের মরসুম শুরুর আগে বড় নিলাম রয়েছে। সেখানেও বদলে যেতে পারে ওয়ার্নারের দল। আইপিএলে ধারাবাহিক ভাবে সফল টিমগুলোর অন্যতম সানরাইজার্স হায়দরাবাদ। দেশি ও বিদেশি ক্রিকেটারের কম্বিনেশন হোক বা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল, সব দিক থেকেই অরেঞ্জ আর্মির ব্যালান্স চোখে পড়ার মতো। কিন্তু এ বারের টুর্নামেন্টে সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। অধিনায়ক বদলেও ভাগ্য বদল হয়নি নিজামের শহরের দলের।

এই মরসুমে চেনা ছন্দে পাওয়া যায়নি অজি তারকা ক্রিকেটারকে। এ বারের আইপিএলে তিনি আটটি ম্যাচে খেলেছেন। যার মধ্যে ১০৭.৭৩ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন। ওয়ার্নারের নামের পাশে এই পরিসংখ্যান যথেষ্ট বেমানান। ওয়ার্নারের স্লো স্ট্রাইক রেটও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর টিম ম্যানেজমেন্টের। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নেমে অভিষেকেই চমক দেখিয়েছিলেন জেসন রয় (Jason Roy)। আর তাতেই অনিশ্চিত হয়ে গেল ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ ভাগ্য। আর কি তাঁকে অরেঞ্জ জার্সিতে ২২ গজ দাপাতে দেখা যাবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে হাজার হাজার হায়দরাবাদপ্রেমী ও ওয়ার্নারপ্রেমীদের মধ্যে। উত্তরটা সম্ভবত না। শুনতে খারাপ লাগলেও তেমনই ইঙ্গিত দিচ্ছেন স্বয়ং ওয়ার্নার।