David Warner: হায়দরাবাদকে নিয়ে আবার মুখ খুললেন ওয়ার্নার

এক ইন্টারভিউয়ে ওয়ার্নার বলেছেন, ক্যাপ্টেন হিসেবে কিংবা টিম থেকে বাদ পড়া নিয়ে নয়, তিনি অবাক হয়েছিলেন অন্য কারণে।

David Warner: হায়দরাবাদকে নিয়ে আবার মুখ খুললেন ওয়ার্নার
David Warner: হায়দরাবাদকে নিয়ে আবার মুখ খুললেন ওয়ার্নার (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 9:00 AM

কলকাতা‌: কেন সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ছাড়লেন ডেভিড ওয়ার্নার (David Warner)? এখনও ক্রিকেট বিশ্ব খুঁজে বেড়াচ্ছে উত্তর। আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয়ার্ধে একেবারেই ফর্মে ছিলেন না অস্ট্রেলিয়ান ওপেনার। টিম থেকে যে কারণে বাদও দেওয়া হয়েছিল তাঁকে। এই ঘটনা পার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা প্লেয়ার হয়েছিলেন। অস্ট্রেলিয়াকে প্রথম বার টো-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন ওয়ার্নার।

এক ইন্টারভিউয়ে ওয়ার্নার বলেছেন, ক্যাপ্টেন হিসেবে কিংবা টিম থেকে বাদ পড়া নিয়ে নয়, তিনি অবাক হয়েছিলেন অন্য কারণে। ওয়ার্নারের কথায়, ‘যদি কোনও টিমের ম্যানেজমেন্ট তাদের ক্যাপ্টেনকে সরিয়ে দেয়, তারপর টিম থেকেও বাদ দেয়, তার আর কী করার থাকে? টিমের জুনিয়দের কাছে, পুরো টিমের কাছে কী বার্তা পৌঁছয়? আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছিল, টিমের অন্য প্লেয়াররা ভাবতে শুরু করেছিল, এ বার আমার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। উচিত ছিল, এটা নিয়ে কথা বলা। কেউ যদি কথা বলত আমার সঙ্গে, নিশ্চয় কামড়ে দিতাম না।’

ওয়ার্নারকে হায়দরাবাদ থেকে বাদ দেওয়ার ঘটনা যে টিমের সমর্থকদের উপরও প্রভাব ফেলেছিল, তা তিনি খুব ভালো করে জানেন। আর তাই বলছেন, ‘আমি খুব ভালো করে জানতাম, সমর্থকদের উপর এর প্রভাব পড়বেই। টিমের সাপোর্টারদের জন্যই কিন্তু সফল হয় ফ্র্যাঞ্চাইজি। ব্র্যান্ড হয়ে ওঠে। যে কোনও বড় টিমেরই কোনও না কোনও আইকন প্লেয়ার থাকে। আমার মতো কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমারও দীর্ঘদিন ওই টিমের আইকন ছিলাম।’

একই সঙ্গে ওয়ার্নার স্পষ্ট বলছেন, ‘যে টিমে আমি খেলি, মন থেকে খেলি, সেরাটা দিই। টিমের সমর্থকদের গুরুত্ব বুঝি বলেই তাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি। যে সব বাচ্চারা খেলা দেখে, তারা কিন্তু সচিন, স্মিথ, উইলিয়ামসন কিংবা আমার মতো ক্রিকেটার হতে চাই। তারাই যদি আমার মতো কাউকে টিম থেকে বাদ যেতে দেখে, কষ্ট পাবেই।’

আরও পড়ুন: ICC: জেনে নিন টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কোন নিয়মে বদল আনল আইসিসি