David Warner: ভারতের বিরুদ্ধে অবসর ভেঙে টেস্টে ফিরছেন ওয়ার্নার! কোন ভূমিকায় দেখা যাবে?

বিদায়ী টেস্টে সেঞ্চুরির ঝলক কি দেখা যাবে না? অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওপেনারদের তালিকাতেই থাকবেন ডেভিড ওয়ার্নার (David Warner)। যখনই ব্যাগি গ্রিন পরে নেমেছেন, টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করেছেন। টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে ২৬টা সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। এই বাঁ হাতি ওপেনারের অবসর নেওয়া মানে, এক যুগের অবসান। পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে করেছেন ৩৬। হাতে রয়েছে শেষ ইনিংস।

David Warner: ভারতের বিরুদ্ধে অবসর ভেঙে টেস্টে ফিরছেন ওয়ার্নার! কোন ভূমিকায় দেখা যাবে?
ভারতের বিরুদ্ধে অবসর ভেঙে টেস্টে ফিরছেন ওয়ার্নার! কোন ভূমিকায় দেখা যাবে? Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 2:13 PM

কলকাতা: বিদায়ী টেস্টে সেঞ্চুরির ঝলক কি দেখা যাবে না? অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওপেনারদের তালিকাতেই থাকবেন ডেভিড ওয়ার্নার (David Warner)। যখনই ব্যাগি গ্রিন পরে নেমেছেন, টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করেছেন। টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে ২৬টা সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। এই বাঁ হাতি ওপেনারের অবসর নেওয়া মানে, এক যুগের অবসান। পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে করেছেন ৩৬। হাতে রয়েছে শেষ ইনিংস। ওয়ার্নার ভক্তরা চাইছেন, যেন সেঞ্চুরি দিয়ে বিদায় সাজাতে পারেন তিনি। এই ওয়ার্নারকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের শেষ নেই। বল-বিকৃতি বিতর্ক ফিরে ফিরে আসছে। তারই জেরে হয়তো টেস্টের সঙ্গে ওয়ান ডে ক্রিকেটেও অবসর নিয়ে নিয়েছেন ওয়ার্নার। এই বাঁ হাতি ওপেনারকে আবার দেখা যেতে পারে টেস্ট ক্রিকেটে। এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। তখনই কি অবসর ভেঙে ফিরবেন ওয়ার্নার?

গত দুটো অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিম দারুণ সফল। দু’বারই অজিদের দেশে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ বারও যদি জিততে পারে, তা হলে হ্যাটট্রিক হবে। সেই প্রত্যাশা নিয়েই অস্ট্রেলিয়ায় পা রাখবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া টিমে ওয়ার্নারের জায়গা কে নেবেন? ওপেনার হিসেবে কাকে দেখা যাবে? অনেক নাম ঘুরছে। তবে শেন ওয়াটসনের যুক্তি, স্টিভ স্মিথকে ওপেনার হিসেবে ব্যবহার করুক টিম। ৩ নম্বরে দীর্ঘদিন খেলার জন্য নতুন বলে কার্যকর ভূমিকা নিতে পারেন। প্যাট কামিন্স সেই পথেই হাঁটবেন কিনা পরের কথা। তবে ওয়ার্নার ফিরছেন টেস্টে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। ফারাক শুধু, ব্যাগি গ্রিন পরে ড্রেসিংরুম থেকে নেমে ২২ গজের দিকে হাঁটবেন না। ওয়ার্নারের নতুন চৌহদ্দি হতে চলেছে কমেন্ট্রি রুম।

টেস্ট এবং ওয়ান ডে থেকে সরে দাঁড়ালেও ওয়ার্নার টি-২০ খেলবেন। আইপিএলে দীর্ঘদিন খেলার দরুণ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো। শুধু তাই নয়, আইপিএলকে ভীষণ গুরুত্বও দেন তিনি। ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যাবে, ওয়ার্নার কমেন্ট্রি বক্সে তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন দর্শকদের সঙ্গে। সেই কারণেই হয়তো ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে চলেছে ওয়ার্নারের।