AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: পরিবারের চেয়ে বড় কিছু নয়, ক্যাপ্টেন্সি ব্যান নিয়ে বিরক্ত ওয়ার্নার

Cricket Australia: ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে ওয়ার্নার জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার রিভিউ কমিটি তাঁর উপর থেকে নির্বাসন তোলার ক্ষেত্রে পাবলিক রিভিউ করতে চায়। ওয়ার্নার মনে করছেন, এমনটা হলে মানসিক শান্তি বিঘ্নিত হবে তাঁর পরিবারের।

David Warner: পরিবারের চেয়ে বড় কিছু নয়, ক্যাপ্টেন্সি ব্যান নিয়ে বিরক্ত ওয়ার্নার
Image Credit: twitter
| Edited By: | Updated on: Dec 07, 2022 | 6:05 PM
Share

মেলবোর্ন : আর নয়। এ বার ক্যাপ্টেন্সি ব্য়ান তোলা নিয়ে বিরক্ত ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কান্ডে জড়িয়েছিলেন ক্যামেরন ব্য়ানক্রফ্ট। লিডারশিপ গ্রুপে থাকায় ধাক্কা খেয়েছিলেন আরও দুই অজি ক্রিকেটার। অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিন জনকেই নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে বহু বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু ওয়ার্নারের ক্ষেত্রে সমস্যা যেন কিছুতেই মিটছে না। প্লেয়ার হিসেবেই শুধু নয়, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের উপর নেতৃত্বের নির্বাসনও দেওয়া হয়েছিল। স্মিথের ক্যাপ্টেন্সি ব্যান তুলে নেওয়া হয় পরবর্তীতে। একই ঘটনায় ওয়ার্নারের ক্যাপ্টেন্সি ব্যান এখনও তোলা হয়নি। যা নিয়ে প্রচণ্ড বিরক্ত ওয়ার্নার। ইন্সটাগ্রাম পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখলেন নানা কথা। কী বলতে চাইছেন ওয়ার্নার? তুলে ধরল TV9Bangla

জাতীয় দলের পাশাপাশি আইপিএল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন ডেভিড ওয়ার্নার। দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দেখা যায় না। যোগ্যতা থাকা সত্ত্বেও নেতৃত্ব দেওয়া হচ্ছে না তাঁকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ কিছু মিটিং হয়েছে। প্রতিবারই শোনা যেত, মিটিং ইতিবাচক। মনে করা হত, ওয়ার্নারকে অন্তত বিগ ব্য়াশে নেতা হিসেবে দেখা যেতে পারে। তেমনটা যদিও ঘটেনি। দীর্ঘ সময় ধরে শুধু আলোচনাই সার। কোনও ইতিবাচক পথ না বেরোনোয় হতাশ ওয়ার্নার। নেতৃত্বের নির্বাসন তুলে নেওয়ার জন্য আবেদন করেছিলেন ওয়ার্নার। তা তুলে নিয়েছেন। তার কারণ হিসেবে জানিয়েছেন, পরিবারের মানসিক শান্তি বেশি জরুরি।

ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে ওয়ার্নার জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার রিভিউ কমিটি তাঁর উপর থেকে নির্বাসন তোলার ক্ষেত্রে পাবলিক রিভিউ করতে চায়। ওয়ার্নার মনে করছেন, এমনটা হলে মানসিক শান্তি বিঘ্নিত হবে তাঁর পরিবারের। তার স্ত্রী, সন্তানদেরও অসম্মানজনক পরিস্থিতিতে পড়তে হবে। এমনটা চান না ওয়ার্নার। রিভিউ প্যানেল তাঁর পরিবারের বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্য’করেছে রিভিউ প্যানেল। ওয়ার্নার লিখেছেন, ‘ক্রিকেটের নোংরা পোশাকের ওয়াশিং মেশিন বানাতে চাই না পরিবারকে। একজন প্লেয়ারের সহযোগিতা করার চেয়ে এই প্যানেল বেশি আগ্রহী জনসমক্ষে তাকে হেয় করতে। ফলে এই আবেদন তুলে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প দেখছি না। কিছু বিষয় ক্রিকেটের চেয়েও জরুরি। আমার কাছে আমার পরিবার।’