DC IPL 2025 Preview: ওপেনিংয়ে একাধিক অপশন, ‘নয়া’ দিল্লি ক্যাপিটালসের একাদশ যা হতে পারে…

Delhi Capitals Best Playing XI: ফাইনাল দর দেওয়ার পর আর এগোয়নি দিল্লি। এ মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে অভিজ্ঞ প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু'প্লেসিকে।

DC IPL 2025 Preview: ওপেনিংয়ে একাধিক অপশন, নয়া দিল্লি ক্যাপিটালসের একাদশ যা হতে পারে...
Image Credit source: X

Mar 18, 2025 | 12:31 AM

ম্যানেজমেন্ট বদল থেকে শুরু করে কোচিং টিম। এমনকি ক্যাপ্টেনও। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে এ বার ‘নয়া’ দিল্লি ক্যাপিটালসও বলা যেতে পারে। ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। মেগা অকশনে চেষ্টা করলেও তাঁকে ফেরাতে পারেনি। শেষ অবধি আরটিএম কার্ডও ব্যবহার করেছিল দিল্লি। যদিও লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটির ফাইনাল দর দেওয়ার পর আর এগোয়নি দিল্লি। এ মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে অভিজ্ঞ প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু’প্লেসিকে।

একনজরে দেখে নেওয়া যাক, দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড-অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েল, মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, টি নটরাজন, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু’প্লেসি, মুকেশ কুমার, দর্শন নালকান্ডে, বিপরাজ নিগম, দুষ্মন্ত চামিরা, ডোনোভান ফেরেরা, অজয় মণ্ডল, মন্বন্ত কুমার, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি।

শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তাঁর পরিবর্ত এখনও ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস। তাতে অবশ্য সমস্যা নেই। যদিও সুস্থ মাথাব্যথা একটা রয়েছে। ওপেনিং কম্বিনেশন। স্কোয়াডে গত মরসুমে ঝড় তোলা ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক রয়েছেন, এ মরসুমে নেওয়া হয়েছে লোকেশ রাহুল, ফাফ ডুপ্লেসিকে। তেমনই হাতে গোনা ম্যাচে ওপেন করেছিলেন অভিষেক পোড়েলও।

এখনও অবধি যা পরিস্থিতি, তাতে দিল্লির ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক এবং ফাফ ডুপ্লেসিকেই। লোকেশ রাহুল তিনে নামতে পারেন। চারে অভিষেক পোড়েল। এরপর মিডল অর্ডারে ত্রিস্তান স্টাবস ও অক্ষর প্যাটেল। বোলিংয়ে নানা বিকল্প রয়েছে। সবচেয়ে বড় শক্তি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকছেন মুকেশ কুমার, মোহিত শর্মা ও টি-নটরাজন। অক্ষরের পাশাপাশি স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে আশুতোষ শর্মাকে। তবে ভুললে চলবে না ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত মরসুম কাটানো অভিজ্ঞ করুণ নায়ারের কথাও।