DC vs SRH Playing XI IPL 2025: নতুন দলে অভিষেক রাহুলের, হেড বনাম স্টার্ক; কী হবে কম্বিনেশন?

DC vs SRH Preview: দিল্লি ক্যাপিটালস এ মরসুমে একটি ম্যাচই খেলেছে। তারা দুটো ভেনুতে হোম ম্যাচ খেলবে। গত ম্যাচের মতো সানরাইজার্সের বিরুদ্ধেও বিশাখাপত্তনমে হোম ম্যাচ। তার আগে আরও খুশির খবর দিল্লি শিবিরে। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলেননি লোকেশ রাহুল।

DC vs SRH Playing XI IPL 2025: নতুন দলে অভিষেক রাহুলের, হেড বনাম স্টার্ক; কী হবে কম্বিনেশন?
Image Credit source: PTI

Mar 30, 2025 | 1:46 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে দুটো ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুটা বিধ্বংসীই হয়েছিল। তবে গত ম্যাচে তাদের মানসিক ভাবে জোরালো ধাক্কা দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত মরসুম থেকেই অতি আগ্রাসী ক্রিকেট খেলছে সানরাইজার্স। এ মরসুমেও তাদের খেলার স্টাইল বদলায়নি। মরসুমের প্রথম ম্যাচে সেই স্টাইল ক্লিকও করেছে। জয় দিয়ে অভিযান শুরু করেছিল হায়দরাবাদ। গত ম্যাচে ঘরের মাঠে লখনউয়ের কাছে হার। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নতুন লড়াই সানরাইজার্সের।

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে একটি ম্যাচই খেলেছে। তারা দুটো ভেনুতে হোম ম্যাচ খেলবে। গত ম্যাচের মতো সানরাইজার্সের বিরুদ্ধেও বিশাখাপত্তনমে হোম ম্যাচ। তার আগে আরও খুশির খবর দিল্লি শিবিরে। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলেননি লোকেশ রাহুল। সদ্য কন্যা সন্তানের পিতা হয়েছেন। গত কাল টিমের সঙ্গে ফের যোগ দিয়েছেন রাহুল। আজ তাঁর নতুন টিম দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে চলেছেন রাহুল। তবে এই ম্যাচের সেরা আকর্ষণ হতে পারে মিচেল স্টার্ক বনাম ট্রাভিস হেড ও অভিষেকের ওপেনিং জুটি।

জয় দিয়ে মরসুম শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রবল চাপে পড়েছিল দিল্লি। যদিও শেষ দিকে আশুতোষ শর্মার বিধ্বংসী ইনিংসে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। তবে লোকেশ রাহুল যোগ দেওয়ায়, দিল্লির ব্যাটিং আক্রমণ যে শক্তিশালী হল, বলার অপেক্ষা রাখে না। যদিও নজর থাকবে লোকেশ রাহুলের ব্যাটিং পজিশনে। লখনউতে নিয়মিত ওপেন করতেন। দিল্লিতেও ওপেন করবেন কি না, নিশ্চিত নয়। রাহুল যোগ দেওয়ায় প্রথম ম্যাচের কম্বিনেশনেও বদল হবে। তবে সানরাইজার্সে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন? দেখে নেওয়া যাক…।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা/মুকেশ কুমার

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, সিমরজিৎ সিং