Deepak Chahar: জাতীয় দলে কামব্যাকের জন্য মরিয়া দীপক চাহার
Team India: ২০২২ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। তারপর আর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। ভারতের হয়ে দীপক চাহার এখনও অবধি ১৩টি ওডিআই ম্যাচে খেলেছেন। আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি উইকেট এবং করেছেন ২০৩ রান। দীপক দেশের জার্সিতে এখনও পর্যন্ত তিনি ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৯টি উইকেট পেয়েছেন এবং ৫৩ রান করেছেন।
নয়াদিল্লি: আলমারিতে দীর্ঘদিন পড়ে রয়েছে তাঁর জাতীয় দলের জার্সি। কারণ ২০২২ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের (Team India) হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। অবশ্য ২০২৩ সালের আইপিএলের (IPL) চ্যাম্পিয়ন টিম চেন্নাই সুপার কিংসের তিনি সদস্য ছিলেন। আপাতত ভারতের তারকা পেসার হ্যামস্ট্রিং এবং পিঠের সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এ বার দীপকের জাতীয় দলে ফেরাই লক্ষ্য। বারবার চোট তাঁকে দেশের এবং চেন্নাই সুপার কিংসের একাধিক ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ২০২২ সালের আইপিএলে পিঠের চোটের কারণে একটিও ম্যাচে খেলতে পারেননি দীপক চাহার। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে এক ইভেন্টের ফাঁকে দীপক জানিয়েছেন, চোট সারিয়ে সুস্থ তিনি। এ বার জাতীয় দলে কামব্যাকের জন্য মরিয়া। আর কী বললেন মহেন্দ্র সিং ধোনির নয়নের মণি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জাতীয় দল থেকে দূরে থাকা দীপক চাহার সম্প্রতি জানান, একজন ক্রিকেটার চোট পেলে কখনই হতাশ হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘এই চোট-আঘাতের বিষয়টা কোনও খেলোয়াড়ের হাতে থাকে না। এই মুহূর্তে আমার ফোকাস ফিট থাকা এবং দলের জন্য উপলব্ধ থাকা। আমি যখনই সুযোগ পাব দলের জন্য আমার ১০০% দেব।’
দীপক জানান, তিনি খুব খারাপ সময় কাটিয়েছেন। তাঁর কথায়, ‘গত বছর আমি পিঠে চোট পেয়েছিলাম। যা একজন ফাস্ট বোলারের জন্য গুরুতর। কিন্তু এখন আমি সম্পূর্ণ ফিট। এই মুহূর্তে আমি আমার বোলিং নিয়ে খুব খুশি। আমি জাতীয় দলে প্রত্যাবর্তনের চেষ্টা করছি। আমি সম্প্রতি আরপিএল (রাজস্থান প্রিমিয়ার লিগ) টুর্নামেন্টে খেলেছি। রবিবার পর্যন্ত আমি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ছিলাম। আমি ভারতীয় দলের সঙ্গে অনুশীলনও করছিলাম। এশিয়ান গেমসের জন্য যারা চিন যাচ্ছে।’
ঘরের মাঠে আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পাননি দীপক। তবে তিনি জানান ক্রিকেট কেরিয়ারে আইসিসি টুর্নামেন্ট এক বার হলেও জিততে চান। তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের স্বপ্ন বিশ্বকাপ খেলা এবং দেশের হয়ে জেতা। যখনই সুযোগ পাব, আমি সেই স্বপ্নপূরণ করার চেষ্টা করব। আমি প্রথম বার খেলে অনেক টুর্নামেন্ট জিতেছি। আমি গত ছ’টি আইপিএল মরসুমের পাঁচটি ফাইনাল খেলেছি এবং তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি এখনও বিশ্বকাপ খেলিনি এবং যখনই সুযোগ পাব, দলের জয়ে অবদান রাখতে চাই।’
ভারতের হয়ে দীপক চাহার এখনও অবধি ১৩টি ওডিআই ম্যাচে খেলেছেন। আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে তিনি নিয়েছেন ১৬টি উইকেট এবং করেছেন ২০৩ রান। দীপক দেশের জার্সিতে এখনও পর্যন্ত তিনি ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৯টি উইকেট পেয়েছেন এবং ৫৩ রান করেছেন।