DC, IPL 2025: ‘তদন্ত’ শেষ, IPL শুরুর ৮ দিন আগে ক্যাপ্টেন ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস

Mar 14, 2025 | 1:10 PM

IPL 2025: আর ৮ দিন পর শুরু হবে এ বছরের আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ৯টিম ক্যাপ্টেনের নাম আগেই ঘোষণা করেছে। সবচেয়ে শেষে আইপিএল অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস।

DC, IPL 2025: তদন্ত শেষ, IPL শুরুর ৮ দিন আগে ক্যাপ্টেন ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস
'তদন্ত' শেষ, IPL শুরুর ৮ দিন আগে ক্যাপ্টেন ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস
Image Credit source: ipl

Follow Us

কলকাতা: ‘ক্যাপ্টেন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’ এর কাজ আপাতত শেষ। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এক্সে একটি ২ মিনিটের ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। যেখানে ‘সিআইডি’ ক্রাইম সিরিজ খ্যাত ইন্সপেক্টর অভিজিৎ ও দুটি কাল্পনিক চরিত্র মুফা এবং জনকে দেখা যায়। অভিজিৎ সেখানে নিজেকে ডিসিপি বলে পরিচয় দেন। এবং জন ও মুফার থেকে জানতে চান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে? তাঁরা জানায়, এ তথ্য তাঁদের কাছে নেই। ওই ভিডিয়োর শেষে জানানো হয় ১৪ মার্চ জানা যাবে আসন্ন আইপিএলে (IPL) দিল্লির ক্যাপ্টেন কে হবেন। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আজ, শুক্রবার অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। এ বার দিল্লির নেতৃত্বেক দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল।

এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে যে অক্ষর প্যাটেলকে দেখা যাবে, তা কার্যত নিশ্চিত ছিল। তারই অফিসিয়াল ঘোষণা হয়ে গেল। ২০১৯ সাল থেকে দিল্লি শিবিরে রয়েছেন অক্ষর। গত বছরের শেষে আইপিএলের মেগা নিলামের আগে ১৬.৫০ কোটি টাকায় অক্ষরকে রিটেন করেছিল দিল্লি। মেগা অকশনের পরই দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট যা ইঙ্গিত দিয়েছিল, তাতে লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলই নেতৃত্বের দৌড়ে ছিলেন। যদিও লোকেশ রাহুল ক্যাপ্টেন্সি নিতে চাননি, দু-দিন আগেই সূত্র মারফত প্রকাশ্যে এসেছে। তিনি খেলায় পুরোপুরি মন দিতে চান। যে কারণে বাড়তি দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। ফলে অক্ষরই ছিলেন অটোমেটিক চয়েস।

এই খবরটিও পড়ুন

দিল্লি টিমকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে অক্ষরের। গত বছর ঋষভ পন্থ স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নির্বাসিত ছিলেন। তাঁর অনুপস্থিতিতে অক্ষর দিল্লির হয়ে এক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি তাঁর রাজ্যের দল গুজরাটের হয়ে ঘরোয়া ক্রিকেটে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ বার দেখার দিল্লির পুরো দায়িত্ব পেয়ে অক্ষর টিমকে চ্যাম্পিয়ন বানাতে পারেন কিনা।