AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs RCB, WPL 2023: জয়ের খাতা খুলবে? আজ দুর্দান্ত দিল্লির বিরুদ্ধে পরীক্ষা স্মৃতির আরসিবির

আজ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্য়াপিটালস ও আরসিবি। এবার কি ঘুরে দাঁড়াতে পারবেন স্মৃতি মান্ধানারা ?

DC vs RCB, WPL 2023: জয়ের খাতা খুলবে? আজ দুর্দান্ত দিল্লির বিরুদ্ধে পরীক্ষা স্মৃতির আরসিবির
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 9:30 AM
Share

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল তাঁকে নিয়ে। মহিলা আইপিএলের (WPL 2023) উদ্বোধনী সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। স্মৃতি মান্ধানা দলের দায়িত্ব সামলাতে গিয়ে কিছুটা বিচলিত। দুর্ভাগ্যবশত প্রথম চারটি ম্যাচেই হেরেছে তাঁর দল। এই নিয়ে বেশ চাপে রয়েছেন স্মৃতি। তারকা খচিত দল নিয়েও প্রথমের চারটি ম্যাচে হার হজম করে হিমশিম খাচ্ছে ব্যাঙ্গালোর। সোমবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হতে চলেছে চ্যালেঞ্জার্সরা (Royal Challengers Bangalore)। ম্যাচে কী এই টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিতে পারবেন স্মৃতি মান্ধানা,এলিস পেরিরা ? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

একদিকে স্মৃতিরা যেমন চারটি ম্যাচই হেরেছে, অন্যদিকে গত চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতেছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে আরসিবিকে ১০ উইকেটে হারিয়েছে ইউপি ওয়ারিয়র্স। অন্যদিকে, দিল্লিও তাদের শেষ ম্যাচে ১০ উইকেটে হারিয়েছে গুজরাট জায়ান্টসদের। একদিকে যেমন আরসিবি ১০ উইকেটে হারছে, তেমনি ১০ উইকেটে জিতছে দিল্লি। রাজধানীর দলটি যেমন জয়ের ধারা বজায় রাখতে চাইবে, আরসিবিও প্রথম জয়ের জন্য মুখিয়ে থাকবে। এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও মুখোমুখি হয়েছিল দিল্লি এবং আরসিবি। সেই ম্যাচেও ৬০ রানের বড় ব্যবধানে হেরে যায় আরসিবি। প্রথমে ব্যাট করে অধিনায়ক ল্যানিং এবং শেফালির অনবদ্য প্রদর্শনীর ওপর ভর করে ২২৩ রান তোলে দিল্লি। জবাবে মান্ধানা, পেরিদের সম্মিলিত প্রয়াস ম্যাচ জেতার ক্ষেত্রে কম পড়ে যায়।

সোমবার আবারও মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ২৩ বলে ৩৫ রানের ঝোড়ো প্রথম ইনিংস খেললেও এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে নেই আরসিবি অধিনায়ক স্মৃতি। প্রথম তিন ম্যাচেই অফ স্পিনারের কাছে পরাজিত হয়েছেন। আরসিবির ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে এলিস পেরি বলেন, “আমাদের মিডল অর্ডার সেভাবে ভালো পারফর্ম করতে পারছেনা। যখন আমাদের রান করার প্রয়োজন তখন আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি।বড় পার্টনারশিপও করতে পারিনি সেভাবে।” এ সব মাথায় রেখে পরের ম্যাচে কী গেমপ্ল্যান নিয়ে নামবেন স্মৃতিরা সেটাই এখন দেখার।