India vs New Zealand: নিয়মরক্ষার ম্যাচেও বাড়তি গুরুত্ব দ্রাবিড়ের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 21, 2021 | 10:13 AM

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ থেকেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের রোডম্যাপ সাজাচ্ছেন দ্রাবিড়। ১ বছর বাদে বিশ্বকাপের চূড়ান্ত এগারো কি হবে, তা ঝাড়াই-বাছাই পর্ব শুরু এখন থেকেই।

India vs New Zealand: নিয়মরক্ষার ম্যাচেও বাড়তি গুরুত্ব দ্রাবিড়ের
India vs New Zealand: নিয়মরক্ষার ম্যাচেও বাড়তি গুরুত্ব দ্রাবিড়ের (ছবি-টুইটার)

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

নিয়মরক্ষার ম্যাচ। সিরিজ ভারত জিতে গিয়েছে। তবু ইডেনে ম্যাচ হলে উৎসাহের কোনও খামতি থাকে না। শহরে পা রেখেই সোজা ইডেনে (Eden Gardens) চলে আসেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। টিম বাসের সঙ্গে টিম হোটেলে নয়, বরং ক্রিকেটের নন্দনকাননের ২২ গজই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ইডেনের বরপুত্রের। কোনো দামি গাড়ি নয়, সাধারণ গাড়িতেই ইডেনে ঢুকলেন ভারতীয় দলের কোচ। আসলে ভারতে এখন দ্রাবিড়ীয় যুগ শুরু হয়ে গিয়েছে। যেখানে বিলাসিতার বদলে পারফরম্যান্সই শেষ কথা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ থেকেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের রোডম্যাপ সাজাচ্ছেন দ্রাবিড়। ১ বছর বাদে বিশ্বকাপের চূড়ান্ত এগারো কি হবে, তা ঝাড়াই-বাছাই পর্ব শুরু এখন থেকেই। শেষ টি-টোয়েন্টি ঘিরে আকাশছোঁয়া টিকিটের চাহিদা। আসলে ইডেনে ভারতীয় দল খেললে সবসময়ই টিকিটের চাহিদা সব সময় আকাশছোঁয়া থাকে।

শেষ ম্যাচে প্রথম এগারোয় বেশ কিছু বদলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকি ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবেশ খান, হর্ষল প্যাটেলের মতো নতুন মুখরাও তৈরি ইডেনে নিজেদের সেরাটা তুলে ধরতে।

উইকেট বরাবরের মতোই স্পোর্টিং। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বললেন, ‘দ্রাবিড় উইকেট দেখে খুশি। টস ফ্যাক্টর হবে। স্কোরবোর্ডে ১৭০-১৮০ রান আশা করছি।’ শিশির মোকাবিলা করতে অ্যান্টি ডিউ স্প্রে করা হচ্ছে। এ ছাড়া ২ বার রোপিং করা হবে।

নিউজিল্যান্ড রাতে মাঠে নামলেও, উইলিয়ামসন-রস টেলররা আজ সকালেই মাঠে অনুশীলনে নামছে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে চলবে প্রস্তুতি পর্ব। ম্যাচের রেজাল্ট যতই নিশ্চিত হয়ে যাক, ইডেনের ম্যাচ ঘিরে উন্মাদনা এখনও তুঙ্গে।

আরও পড়ুন: India vs New Zealand: নিউ নর্ম্যালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান

আরও পড়ুন: India vs New Zealand: শহরে এসেই কলকাতার রসগোল্লা আর মহাত্মা গান্ধীর বই চাইলেন স্যান্টনার-উইলিয়ামসনরা

 

Next Article