India vs New Zealand: নিউ নর্ম্যালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান

অপেক্ষার আর কিছুক্ষণ। তারপরই হাল্কা শীতের আমেজ গায়ে মেখে ইডেনের গ্যালারিতে বসে রোহিত শর্মা-মার্টিন গাপ্টিলদের ম্যাচ উপভোগ করবেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা।

India vs New Zealand: নিউ নর্ম্যালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান
India vs New Zealand: নিউ নর্ম্যালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 10:00 AM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

২ বছর পর আবারও আন্তর্জাতিক ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। নিউ নর্ম্যালে প্রথম বার। ইডেনে ম্যাচ মানেই শহর জুড়ে উন্মাদনা। সব পথ গিয়ে মেশে ক্রিকেটের স্বর্গোদ্যানে।

দীর্ঘ ২ বছর অপেক্ষার পর গ্যালারিতে বসে ভারতীয় দলকে দেখার সুযোগ। তাই যাঁরা হাতে টিকিট পাচ্ছেন তাঁদের চোখে মুখে যেন লটারি জেতার আনন্দ। বটতলায় ইতিউঁতি ভিড়। যদি টিকিট পাওয়া যায়। ইডেন সংলগ্ন রাস্তায় টিম ইন্ডিয়ার জার্সি, টুপি বিক্রির ছবি ফিরিয়ে নিয়ে গেল ২ বছর আগে। দিন-রাতের টেস্টে ঠিক যেমনটা হয়েছিল।

কোভিড বিধি মেনেই ম্যাচ আয়োজন করতে হচ্ছে সিএবিকে (CAB)। তাই কোথাও কোনো খামতি নেই। দুই দলের টিম বাসই এবার আর ইডেনের মেন গেটের সামনে দাঁড়াচ্ছে না। ইডেনের ইনডোর সংলগ্ন জেকেট সেখান দিয়ে ঢুকে যাবে টিম বাস। তারপর ক্রিকেটাররা ওখান দিয়ে প্রবেশ করবেন ড্রেসিংরুমে। দুই দলের ডাগআউটও কিছুটা দূরত্ব মেনেই করা হয়েছে। গ্রিন করিডোরের মাধ্যমে কমেন্টেটররা উঠে যাবেন কমেন্ট্রি বক্সে। দর্শকদের এন্ট্রি গেটে থাকছে থার্মাল চেকিং। সিটিং অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে কোভিড সুরক্ষা বিধি মেনে। থাকছে মাস্ক আর স্যানিটাইজার। আর এবারের ম্যাচে বিশেষ আকর্ষণ আলোকসজ্জা।

ইডেনের চারটে ব্লকে অভিনব আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। শ্রীভূমির বুর্জ খলিফার আলোকসজ্জার দায়িত্বে থাকা সংস্থাই পুরো বিষয়টা সামলেছে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ দেখতে মাঠে আসতে পারেন রাজ্যপাল। থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অপেক্ষার আর কিছুক্ষণ। তারপরই হাল্কা শীতের আমেজ গায়ে মেখে ইডেনের গ্যালারিতে বসে রোহিত শর্মা- মার্টিন গাপ্টিলদের ম্যাচ উপভোগ করবেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন: India vs New Zealand: শহরে এসেই কলকাতার রসগোল্লা আর মহাত্মা গান্ধীর বই চাইলেন স্যান্টনার-উইলিয়ামসনরা