AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC U19 World Cup 2022: টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ‘বেবি এবি’

প্রত্যেক ম্যাচে ব্রেভিসের ব্যাটিং স্টাইল দেখে এবি ডিভিলিয়ার্সকে মনে পড়তে বাধ্য। আইসিসিকে দেওয়া সাক্ষাত্‍কারে এবিডিকে নিয়ে ‘বেবি এবি’ বলেছেন, ‘ওকে ১৭ নম্বর জার্সি পরে খেলতে দেখেছি। যে কারণে আমিও ১৭ নম্বরটাই পছন্দ করতাম। ওর নম্বরটা ব্যবহার করব কিনা, এবি-কে একবার জিজ্ঞেস করেছিলাম। ও অনুমতি দিয়েছিল। এবিডির ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের ব্যাপার আমার কাছে।’

ICC U19 World Cup 2022: টুর্নামেন্টের সেরা ক্রিকেটার 'বেবি এবি'
বিশ্বকাপের সেরা ডিওয়াল্ড ব্রেভিস। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 5:30 PM
Share

অ্যান্টিগা: ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও গোটা টুর্নামেন্টে ছাপ রেখে গেলেন দক্ষিণ আফ্রিকার এক তরুণ ক্রিকেটার। তিনি ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যেই বেবি এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) নামে খ্যাত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাঁর মোট সংগ্রহ ৫০৬ রান। ব্যাটিং গড় ৮৪.৩৩। একটা বিশ্বকাপে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান। ভেঙে দিয়েছেন শিখর ধাওয়ানের ৫০৫ রানের রেকর্ডকে। তাঁর দল বিশ্বকাপের (ICC U19 World Cup) ফাইনালে না উঠলেও, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনিই। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তাঁর দখলে। ১৮টা ছয় মেরে হইচই ফেলে দিয়েছেন ব্রেভিস।

প্রত্যেক ম্যাচে ব্রেভিসের ব্যাটিং স্টাইল দেখে এবি ডিভিলিয়ার্সকে মনে পড়তে বাধ্য। আইসিসিকে দেওয়া সাক্ষাত্‍কারে এবিডিকে নিয়ে ‘বেবি এবি’ বলেছেন, ‘ওকে ১৭ নম্বর জার্সি পরে খেলতে দেখেছি। যে কারণে আমিও ১৭ নম্বরটাই পছন্দ করতাম। ওর নম্বরটা ব্যবহার করব কিনা, এবি-কে একবার জিজ্ঞেস করেছিলাম। ও অনুমতি দিয়েছিল। এবিডির ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের ব্যাপার আমার কাছে।’

‘বেবি এবি’ নামে আপত্তি নেই তাঁর। কিন্তু নিজের দুনিয়া নিজের মতো করেই তৈরি করতে চান ডিওয়াল্ড। তাঁর কথায়, ‘এবি ডে ভিলিয়ার্স কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা। ওর মতো কারও সঙ্গে তুলনা আমার কাছে বিরাট ব্যাপার। কিন্তু আমি ডিওয়াল্ড ব্রেভিস হিসেবেই বড় হতে চাই।’একই সঙ্গে বেবি এবির মন্তব্য, ‘আমি আইপিএলের বিরাট ভক্ত। খেলার জন্য মুখিয়ে আছি। আর সুযোগ পেলে আরসিবিতেই খেলব। কারণ ওখানেই খেলত এবিডি। আর বিরাট কোহলির মতো কাউকে পাশে পাব। তবে আমার সবচেয়ে বড় লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সিনিয়র টিমের হয়ে তিনটে ফর্ম্যাটেই নিয়মিত খেলা।’

আরও পড়ুন: ICC U19 World Cup 2022: ভারতের বিশ্বজয়ে বোর্ড ও নির্বাচকদের প্রশংসা লক্ষ্মণের