ICC U19 World Cup 2022: ভারতের বিশ্বজয়ে বোর্ড ও নির্বাচকদের প্রশংসা লক্ষ্মণের

টুইটে লক্ষ্মণ লেখেন, 'ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা যা পারফর্ম করল তা এককথায় অনবদ্য। ওদের জন্য গর্বিত। সবে শুরু। এখনও অনেকটা পথ চলা বাকি আছে। আমি নিশ্চিত ওদের হাত ধরে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে আরও অনেক সাফল্য আসবে।' একই সঙ্গে লক্ষ্মণ বলেন, 'এই সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রশংসা প্রাপ্য়। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য অনেক বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে বোর্ড। তারই সুফল পাচ্ছে। কোভিডের জন্য গত দু'বছর ধরে এরা সেভাবে টুর্নামেন্ট খেলতে পারেনি। তাই এই খেতাব ওদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে।'

ICC U19 World Cup 2022: ভারতের বিশ্বজয়ে বোর্ড ও নির্বাচকদের প্রশংসা লক্ষ্মণের
ভিভিএস লক্ষ্মণ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 4:00 PM

অ্যান্টিগা: আগাগোড়া প্রাধান্য দেখিয়েই যুব বিশ্বকাপে (ICC U19 World Cup) চ্যাম্পিয়ন ভারত (India U19 Cricket Team)। ক্যারিবিয়ান সফরের আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন। তারপর বিশ্বকাপে কোনও ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন যশ ধুল, শেখ রশিদরা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই বিপক্ষ সমস্ত দলকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এই সাফল্যকে কুর্নিশ এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman)। আর এই সাফল্যের পিছনে বোর্ডের অবদানের কথাও বলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

টুইটে লক্ষ্মণ লেখেন, ‘ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা যা পারফর্ম করল তা এককথায় অনবদ্য। ওদের জন্য গর্বিত। সবে শুরু। এখনও অনেকটা পথ চলা বাকি আছে। আমি নিশ্চিত ওদের হাত ধরে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে আরও অনেক সাফল্য আসবে।’ একই সঙ্গে লক্ষ্মণ বলেন, ‘এই সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রশংসা প্রাপ্য়। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য অনেক বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে বোর্ড। তারই সুফল পাচ্ছে। কোভিডের জন্য গত দু’বছর ধরে এরা সেভাবে টুর্নামেন্ট খেলতে পারেনি। তাই এই খেতাব ওদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে।’

একই সঙ্গে জুনিয়র নির্বাচকদের প্রশংসাও করেন ভিভিএস লক্ষ্মণ। বিশ্বকাপ শুরুর আগে যে ভাবে দল বাছাই করেন নির্বাচকরা এবং যে ভাবে প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের তুলে আনেন তা এককথায় অনবদ্য। ভারতের যুব দলের কোচ হৃষিকেশ কানিতকার এবং সাপোর্ট স্টাফদেরও প্রশংসা করেন লক্ষ্মণ। বিশ্বকাপে খেলার মাঝেই করোনায় সংক্রমিত হন ভারতের অধিনায়ক যশ অধিনায়ক, সহ অধিনায়ক শেখ রশিদ এবং আরও অনেক ক্রিকেটাররা। তা সত্ত্বেও যে ভাবে ধারাবাহিকতা বজায় রেখে যে ভাবে পারফর্ম করেছে ভারতীয় দল সেটার প্রশংসাও করেন এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন: U19 World Cup 2022 Final: ফের বিশ্বসেরা ছোটদের ভারত, রাজ-রবিদের দুরন্ত পারফর্ম্যান্স