IPL 2025: সিনেমা নয়, ২২ গজে ধর্মেন্দ্রর দুই ছেলে সানি-ববি, বলিউড-ক্রিকেটের টুইস্ট এ বার IPL-এ!
বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি। দু'জনই বেশ জনপ্রিয়। ২২ গজের সঙ্গেও জড়িয়ে রয়েছেন সানি ও ববি। একদিকে অভিনয়, অপরদিকে ক্রিকেট? না ঠিক তা নয়। এখানে দুই ক্রিকেটার যাঁদের নাম সানি ও ববি।

‘ইয়ে ঢাই কিলো কা হাত জব কিসিপে পড়তা হ্যায় না, তো আদমি উঠতা নেহি…’, এই সংলাপ শুনলে বেশিরভাগ সিনেপ্রেমীদের মুহূর্তের মধ্যে মনে পড়ে বলিউড তারকা সানি দেওলকে। বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি। দু’জনই বেশ জনপ্রিয়। ২২ গজের সঙ্গেও জড়িয়ে রয়েছেন সানি ও ববি। একদিকে অভিনয়, অপরদিকে ক্রিকেট? না ঠিক তা নয়। এখানে দুই ক্রিকেটার যাঁদের নাম সানি ও ববি। আর কাকতালীয়ভাবে তাঁদের বাবার নাম ধর্মেন্দ্র। তবে দুর্ভাগ্যের হল, ক্রিকেট ছেড়ে দিয়েছেন সানি। তবে তাঁর ভাই ববি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ববি বললে চট করে কোনও ক্রিকেটারের কথা মনে পড়বে না। যদি তাঁর আসল নাম বলা হয়, যাঁরা আইপিএলের খোঁজ রাখেন, তাঁরা ঠিক চিনবেন। ইনি দিগ্বেশ রাঠী। ১৮তম আইপিএলে খেলছেন লখনউ সুপার জায়ান্টসে।
বলিউডের সানি ও ববির মতো ২২ গজের সানি ও ববি হলেন দিগ্বেশ রাঠী ও তাঁর দাদা। দিগ্বেশের দাদার নাম সানি, আর তাঁর নিজের ডাকনাম ববি। দুই ছেলের ক্রিকেট খেলার খরচ জোগাড় করা সম্ভব ছিল না দিগ্বেশের বাবা ধর্মেন্দ্রর। একটা সময় তাই ভাই ববির জন্য ক্রিকেট ছাড়েন দাদা সানি। ভাই নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তাতেই ক্রিকেট ছাড়া স্বার্থক মনে করছেন সানি।
ছেলেবেলায় বীরেন্দ্র সেওয়াগের মতো কভার ড্রাইভ মারতেন দিগ্বেশ। সানি-ববি দুই ভাই মিলে ছেলেবেলায় একসঙ্গে অনুশীলন করতেন। আইপিএলের মঞ্চে ভাই নজর কাড়ার পর পুরনো দিনের কথা বলতে গিয়ে সানি জানান, এক সময় অন্য বোলাররা দিগ্বেশকে বল করতে চাইতেন না। তাই নিজে ঘণ্টার পর ঘণ্টা ভাইকে বল করে অনুশীলন করাতেন। পরে সুনীল নারিনকে দেখে বোলিংয়ে অনুপ্রাণিত হন দিগ্বেশ। সিঙ্গল স্টাম্পে ঘণ্টার পর ঘণ্টা বোলিং করতেন। কেমন বোলিং করা দরকার, সানি তাঁর ভাইকে সেই নির্দেশ দিতেন। সেই সময় থেকেই দিগ্বেশের হাত ঢাই কিলোর না হলেও, ব্যাটারদের মাত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। অভিনেতা সানির ভাই ববি দেওল যেমন বর্তমানে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করছেন, তেমনই একসময়ের ক্রিকেটার, বর্তমানে পুলিশ কনস্টেবল সানির ভাই ববি ২২ গজে নিজের জাত চেনাচ্ছেন। তাঁর স্পিন ভেলকিতে মাত হচ্ছেন একাধিক তাবড় ব্যাটাররা।
বছর দুয়েক আগে দিগ্বেশের একেব্বারে নিয়মিত কোচও ছিল না। পরবর্তীতে দেশের প্রাক্তন ক্রিকেটার এবং দিল্লির প্রাক্তন উইকেটকিপার বিজয় দাহিয়ার নজরে পড়েন। এবং তাঁর মোরি গেট অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ পান। সেখান থেকেই দিগ্বেশ ডালপালা মেলতে থাকেন। এরপর দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টারজের হয়ে ১৪ উইকেট নেন। এরপর ৩০ লাখ টাকায় আইপিএলের নিলামে দিগ্বেশকে কেনে লখনউ। প্রতি ম্যাচেই ছাপ রাখছেন। অল্প সময়ে দলে নিজের গুরুত্ব বোঝাতে পেরেছেন। উইকেট নিয়ে সেলিব্রেশন করে ২ বার শাস্তির মুখেও পড়েছেন। তবে সে সব তোয়াক্কা করতে নারাজ ববি। বরং মন দিয়ে বোলিং করতে চান এবং খেলাটা উপভোগ করতে চান তিনি।
