IPL: আগামী বছরও আইপিএল খেলতে চান, ইঙ্গিত ধোনির

৪০ বছরের ধোনির (MS Dhoni) ক্রিকেট কেরিয়ার ভীষণ বর্ণময়। সাফল্য যেন লেপ্টে রয়েছে তাঁকে। জীবনের শেষ দিন পর্যন্ত তার মধ্যে দিয়েই যেতে চান। যে রাস্তা ক্রিকেট দুনিয়া চিরকাল মনে রাখবে 'মাহি-ওয়ে' হিসেবে।

IPL: আগামী বছরও আইপিএল খেলতে চান, ইঙ্গিত ধোনির
আরও একটা আইপিএল খেতাবের স্বপ্ন দেখছেন মাহি। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 8:01 AM

দুবাই: আগামী বছরও হয়তো আইপিএলে (IPL) খেলতে দেখা যাবে তাঁকে। ঘরের মাঠে নিজের ভক্তদের সামনে অবসর ঘোষণা করতে চান যেমন, তাঁদের সামনেই খেলতে চান আইপিএলে শেষ ম্যাচ। যাঁর অবসর নিয়ে এত জল্পনা, তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইউটিউব লাইভে এসেছিলেন মাহি। সেখানেই আরও একটা আইপিএল খেলার ইঙ্গিত দিয়েছেন এমএসডি (MSD)।

গত বছর ১৫ আগস্ট জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন মাহি। যা নিয়ে তিনি বলেছেন, ‘ওই দিনটার থেকে ভালো দিন আর কিছু হতে পারত না। আর ফেয়ারওয়েলের প্রসঙ্গ যদি ওঠে, চেন্নাইয়ের (CSK) দর্শকরা মাঠে এসে আমাকে শেষবার খেলতে দেখলেন, তার থেকে ভালো আর কী হতে পারে। চেন্নাইয়ের ভক্তদের কাছে সুযোগ আছে আমার শেষ ম্যাচ দেখার।’

আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের পর সবচেয়ে সফল টিম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু গত বছর আইপিএলে চরম ব্যর্থতার মুখে পড়েছিল সিএসকে। সেখান থেকে বেরিয়ে এসে এ বার আইপিএলে ফের দারুণ ফর্মে রয়েছে ধোনির টিম। ক্যাপ্টেন মাহি আরও একবার টিমকে আইপিএল জেতাতে চান। ব্যর্থতা নিয়ে ধোনি বলেছেন, ‘ব্যর্থতা জীবনের একটা বড় অংশ। ব্যর্থতার মতো চ্যালেঞ্জও আমি অনুভব করতে পারি। আর এটাই কিন্তু জীবনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ব্যর্থতা যদি সাধারণ মানের হয়, উপভোগ করা যায় না। কখনও এখান থেকে বেরিয়ে আসা যায়। কখনও যায় না। কিন্তু ওইরকম ব্যর্থতা থেকে কিন্তু শিক্ষা নেওয়া যেতে পারে। আবার কখনও একই ভুল কেউ করে না।’

সিএসকে কী ভাবে ফিরে এল লড়াইয়ে? ধোনির ব্যাখ্যা, ‘পুরো প্রক্রিয়াটা যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করি আমরা। যতটা সম্ভব তৈরি রাখি নিজেদের। আমি একটা নির্দিষ্ট পদ্ধতিতে বিশ্বাস করি। যদি পরিকল্পনা সফল করা যায়, ছোট ছোট জিনিসগুলো ঠিকঠাক করতে পারি, তা হলে ম্যাচের ফলও পক্ষে থাকতে পারে। এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আমরা আর ফল নিয়ে ভাবি না। কারণ আমরা জানি, সব ঠিকঠাক করতে পারলে এমনিতেই ম্যাচ জেতা যায়।’

ক্রিকেটে এখনও ডিআরএস এক বিতর্কিত বিষয়। ধোনি কী ভাবে তা দেখেন? মাহির উত্তর, ‘আমার কাছে ব্যাপারটা খুব সহজ। খুব কঠিন পরিস্থিতি ছাড়া ডিআরএস নেওয়ার কোনও মানে হয় না। যে কোনও বোলারকে যদি জিজ্ঞেস করা হয়, আউট ছিল কিনা, সে বলবে, হ্যাঁ আউট ছিল। তাদের কথা শুনে ডিআরএস নিলে কিন্তু ৮০ শতাংশ ক্ষেত্রে ভুল হয়। তাই ডিআরএস নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়।’

৪০ বছরের ধোনির ক্রিকেট কেরিয়ার ভীষণ বর্ণময়। সাফল্য যেন লেপ্টে রয়েছে তাঁকে। জীবনের শেষ দিন পর্যন্ত তার মধ্যে দিয়েই যেতে চান। যে রাস্তা ক্রিকেট দুনিয়া চিরকাল মনে রাখবে ‘মাহি-ওয়ে’ হিসেবে।

আরও পড়ুন : IPL 2021: গ্যালারিতে বসেই প্রার্থনা ধোনিকন্যার