IND vs ENG: ভিডিয়ো: ভারতের ড্রেসিংরুমে বিরাট হইচই, সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে স্কাই যা করলেন…
দেশের মাটিতে ৪-১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে স্কাই অ্যান্ড কোং। এরপর সাজঘরে দলের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ।

কলকাতা: যে কোনও সিরিজের শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেট প্রেমীদের থাকে নজর। দেশের মাটিতে ৪-১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে স্কাই অ্যান্ড কোং। এরপর সাজঘরে দলের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। সেখানে এক তরুণ ক্রিকেটারের গলায় সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পরিয়ে দেন ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।
বোর্ডের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে ফিল্ডিং কোচ টি দিলীপকে বলতে শোনা যায়, ‘ফিল্ডিংয়ের প্রসঙ্গ এলেই আমরা বরাবর আগ্রাসী হয়ে থাকি। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি যে ফিল্ডিং শুধুমাত্র দক্ষতাই নয়। এখানে একটা মনোভাব প্রকাশেরও বিষয় থাকে। যখন প্লেয়াররা মাঠে থাকে, তারা তো বুঝতে পারে না যে কতগুলো বল আসবে তাদের দিকে। এই ক্ষেত্রটায় আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তবে আমরা যেখানে নিয়ন্ত্রণ করতে পারি তা হল – সতর্ক থাকতে হবে। সব সময় তৈরি থাকতে হবে। এই সিরিজে সকলেই সেটা দেখিয়েছে।’
এই খবরটিও পড়ুন




তিনি আরও বলেন, ‘এই সিরিজে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কখনও তা শিশির নিয়ে, কখনও তা বড় আউটফিল্ডের জন্য, কখনও আবার আলো নিয়ে। সামনে যে চ্যালেঞ্জ এসেছে, তা আমরা খুব ভালো ভাবে উতরে গিয়েছি।’ দলের তারকা বোলার বরুণ চক্রবর্তীকে বিশেষ করে শুভেচ্ছা জানান ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি জানান, বরুণ যে পরিশ্রম নেটে করেন, তার ছাপ মাঠে দেখা গিয়েছে।
এরপর সিরিজ সেরার মেডেল তুলে দেওয়ার জন্য সূর্যকে ডাকেন দিলীপ। তিনি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে যাচ্ছিলেন। সূর্য বলতে থাকেন, ‘যাচ্ছি যাচ্ছি।’ এরপর তিনি বরুণের দিকে এগোন। হাসতে হাসতে তারপর বলতে থাকেন, এ তো ইমপ্যাক্ট ফিল্ডার অব দ্য সিরিজের অ্যাওয়ার্ড। ঠিক তারপরই তিনি ধ্রুব জুরেলের গলায় মেডেল পরিয়ে দেন। যে জায়গায় ধ্রুব বসেছিলেন, সেখান থেকে উঠে লাজুক হেসে তিনি বলেন, ‘সব কৃতিত্ব দিলীপ স্যারের।’
উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসন ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন। এরপর ধ্রুব জুরেল পরিবর্ত হিসেবে নামেন। এবং তাতেই ধ্রুব জিতে নিলেন ইমপ্যাক্ট ফিল্ডার অব দ্য টি-২০ সিরিজের পুরস্কার।
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗺𝗽𝗮𝗰𝘁 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗧𝟮𝟬𝗜 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀
A dominating series win for #TeamIndia ✅
Who wins the Fielding Medal 🤔
Find Out 🎥 🔽#INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/jCJUF2NeFO
— BCCI (@BCCI) February 3, 2025





