AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ভাইরাল হতেই বিরাট শোরগোল

LSG, IPL 2025: বিশাখাপত্তনমে পন্থের ব্যাটে রানের ঝলকানি দেখা যায়নি। ৬ বল খেলে শূন্যে ফেরেন তিনি। পন্থ পারফর্ম করতে না পারলেও দল ৮ উইকেটে ২০৯ রান তোলে। তবে এই টার্গেট দিল্লি ৩ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে। ১ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি।

Rishabh Pant: রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ভাইরাল হতেই বিরাট শোরগোল
রাহুলের মতোই পরিণতি পন্থের? LSG মালিক-ক্যাপ্টেনের ভিডিয়ো ঘিরে জল্পনাImage Credit: IPL Website
| Updated on: Mar 25, 2025 | 11:31 AM
Share

কলকাতা: আইপিএলের (IPL) সবচেয়ে দামি নেতা তিনি। ২৭ কোটির ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর এই প্রাইস ট্যাগ পুরো মরসুম তাঁকে তাড়া করে বেড়াবে। যতক্ষণ না তিনি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারবেন। বিশাখাপত্তনমে পন্থের ব্যাটে রানের ঝলকানি দেখা যায়নি। ৬ বল খেলে শূন্যে ফেরেন তিনি। পন্থ পারফর্ম করতে না পারলেও দল ৮ উইকেটে ২০৯ রান তোলে। তবে এই টার্গেট দিল্লি ৩ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে। ১ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। এই ম্যাচ নিয়ে আলোচনা তো চলছে, তবে একটি বিষয় নিয়ে যত বেশি চর্চা। কারণ ম্যাচ শেষে লখনউয়ের ক্যাপ্টেন পন্থের সঙ্গে কথা বলতে দেখা যায় টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। যা দেখে ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যেতে থাকে, গত মরসুমে কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার বাদানুবাদের কথা। পন্থের সঙ্গেও কি তেমনই কিছু হয়েছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে পন্থের সঙ্গে কথা বলছেন সঞ্জীব গোয়েঙ্কা। তবে সেখানে তাঁদের কী কথা হয়েছে, তা পরিষ্কার নয়। নেটিজ়েনরা নিজেদের মতো ভাবতে শুরু করেছেন, পন্থ হয়তো প্রথম ম্যাচ হেরেই টিম মালিকের কাছ থেকে বকুনি খাচ্ছেন। ভিডিয়ো দেখে পরিষ্কার নয়, যে তাঁদের কী কথা হচ্ছিল। তবে তাঁদের কথোপকথনের সময় পাশেই ছিলেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

নেটদুনিয়ায় অপর এক ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, ম্যাচ শেষে ঋষভের সঙ্গে হাসিমুখে কথা বলছেন সঞ্জীব গোয়েঙ্কা। গত মরসুমে সঞ্জীব গোয়েঙ্কা যখন ম্যাচ হারার জন্য রাহুলকে ধমক দিয়েছিলেন প্রকাশ্যে, তারপর তিনি সমালোচিত হয়েছিলেন। ক্রিকেট মহলের মতে, সঞ্জীব গোয়েঙ্কা নিজেও নিশ্চয়ই চাইবেন না এ বারও তেমনটা হোক। লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।