AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: মালাইকার নতুন প্রেমিক সঙ্গাকারা! অর্জুনের পর লঙ্কান ক্রিকেটারকে মন দিলেন ‘বদনাম মুন্নি’?

পিঙ্ক আর্মি ও ইয়েলোব্রিগেডের আইপিএল ম্যাচ চলাকালীন একফ্রেমে দেখা যায় রাজস্থান রয়্যালস টিমের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গাকারা ও বলি অভিনেত্রী মালাইকাকে।

IPL 2025: মালাইকার নতুন প্রেমিক সঙ্গাকারা! অর্জুনের পর লঙ্কান ক্রিকেটারকে মন দিলেন 'বদনাম মুন্নি'?
মালাইকার নতুন প্রেমিক সঙ্গাকারা! অর্জুনের পর লঙ্কান ক্রিকেটারকে মন দিলেন 'বদনাম মুন্নি'?
| Updated on: Mar 31, 2025 | 6:42 PM
Share

কলকাতা: অর্জুন কাপুর এখন অতীত! মালাইকা আরোরার নতুন প্রেমিক এখন এক লঙ্কান কিংবদন্তি? গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কারণ, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মালাইকা এবং কুমার সঙ্গাকারার এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বর্ষাপাড়ায় লঙ্কান তারকার পাশে বসে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখছেন বলি তারকা মালাইকা। সিনেদুনিয়ার আইটেম ডান্সার হিসেবে জনপ্রিয় তিনি। ‘মুন্নি বদনাম’, ‘ছাইয়্য়া-ছাইয়্য়া’-র মতো জনপ্রিয় গানে পারফর্ম করেছেন। এ বার তাঁর নাম জুড়ল বাইশ গজের সঙ্গে।

পিঙ্ক আর্মি ও ইয়েলোব্রিগেডের আইপিএল ম্যাচ চলাকালীন একফ্রেমে দেখা যায় রাজস্থান রয়্যালস টিমের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গাকারা ও বলি অভিনেত্রী মালাইকাকে। দু’জনের পরনেই ছিল রাজস্থান রয়্যালসের জার্সি। তাঁদের এক ছবি ভাইরাল। যা দেখে প্রেমের গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মালাইকা ও বলি অভিনেতা অর্জুন কাপুরের বিচ্ছেদ হয়েছে। অর্জুনের আগে বলিউডের ভাইজান সলমন খানের দাদা আরবাজের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই ১৭ বছরের বৈবাহিক জীবনও টেকেনি। এ বার হঠাৎ করেই তাঁকে সঙ্গাকারার সঙ্গে দেখার ফলে অনেকেই বিষয়টি দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। যদিও লঙ্কান কিংবদন্তি ২০০৩ সালে ইয়াহালি সঙ্গাকারার সঙ্গে বিয়ে করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। সত্যিই কি মালাইকা প্রেমে পড়েছেন সঙ্গাকারার? তিনি নিজে একথা বলেননি। আপাতত সবটাই এখন জল্পনার স্তরে। জানা গিয়েছে, মালাইকা রাজস্থানের সমর্থক। তাই তাঁকে রাজস্থানের জার্সি গায়ে ম্যাচের সময় দেখা গিয়েছে।