কলকাতা: উজ্জ্বল সোনালি এক কয়েন। যার এক পিঠে লেখা মহেন্দ্র সিং ধোনি, ট্রফি কালেকটর। সেই কয়েনের অপর পিঠে লেখা ইংরেজিতে এমএস ধোনি, ৭ ও তাঁর অটোগ্রাফ। বিগত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় ঘুরছে তেমনই কিছু পোস্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা ভেবেই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন ৭ টাকার কয়েন আনার সিদ্ধান্ত নিয়েছে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে ৭ নম্বর অত্যন্ত নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। ৭ জুলাই তাঁর জন্মদিন। তাঁর জার্সি নম্বরও ৭। এ বার থেকে এই তালিকাতে যোগ হতে চলেছে ৭ টাকার কয়েন? সত্যিই কি তাই?
প্রেস ইনফরমেশন ব্যুরোর থেকে এ বিষয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে। PIBFactCheck এর এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে একটি নতুন ৭ টাকার কয়েন প্রকাশ করা হবে। #PIBFactCheck ছবিতে করা দাবিটি পুরো ভুয়ো। অর্থনৈতিক বিষয়ক বিভাগ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি।
An image circulating on social media claims that a new ₹7 coin will be released to honor Mahendra Singh Dhoni for his contributions to Indian Cricket.#PIBFactCheck
✔️ The claim made in the image is #fake.
✔️ The Department of Economic Affairs has made NO such announcement. pic.twitter.com/rgFwmVUPbL
— PIB Fact Check (@PIBFactCheck) November 14, 2024
৭ নম্বরকে মাহির অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। মাঝে মাঝেই ধোনি ভক্তরা বিভিন্ন বিষয়ের মধ্যে ৭ নম্বরের কানেকশন খুঁজে বের করেন। আইপিএলের সময় ৭ ও থালা ফর এ রিজন এক আলাদা ট্রেন্ডে পরিণত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৭ নম্বর জার্সি পরে খেলতেন ধোনি। আইপিএলেও তাঁর জার্সি নম্বর সেটাই। তাই ৭ ও ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে।