AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ গাভাসকরের

ভারতীয় দলের অন্দর মহলের নিয়ম নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারত অধিনায়কের। লক্ষ্য শাস্ত্রী-কোহলি।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ গাভাসকরের
দুই ক্রিকেটারের প্রতি আচরণ নিয়ে ক্ষুব্ধ সানি।
| Updated on: Dec 24, 2020 | 3:38 PM
Share

TV9 বাংলা ডিজিটাল –  বর্তমান ভারতীয় দলে এক এক ক্রিকেটারের জন্য এক এক রকম নিয়ম (rules)। সবাই সমান অধিকার পায় না। টিম ইন্ডিয়ার (Indian team) অন্দর মহল নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। একাধিক বিষয় তুলে ধরে টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন সানি। লিটল মাস্টারের অভিযোগের তির যেমন বিরাট-শাস্ত্রীর দিকে, তেমনই বোর্ডকেও রেয়াত করেননি সানি।

আরও পড়ুন – সিডনি টেস্ট নিয়ে সংশয়, স্ট্যান্ডবাই ভেন্যু ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

সুনীলের প্রথম অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনর প্রতি দলের ব্যবহার নিয়ে। সানি বলছেন, ‘একজন বোলার, যাঁর নামের পাশে ৩৫০ উইকেট আছে, টেস্ট ক্রিকেটে যাঁর ৪টি শতরান আছে, তাঁকে দলে রাখা নিয়ে অন্য কোনও দেশ দুবার ভাববে না। কিন্তু অশ্বিন একটা টেস্টে ব্যর্থ হলেই ওর ওপর খাঁড়া নেমে আসবে। তবে দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের ক্ষেত্রে এমনটা হয় না। সে নিজেকে প্রমাণ করার একাধিক সুযোগ পাবে। অশ্বিন টার্গেট, কারণ ও টিম মিটিংয়ে নিজের মনের কথা বলে। অন্যদের মত সব বিষয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায় না।’

আরও পড়ুন – বিরাটের চার নম্বরে রাহানে আসুক: গম্ভীর

সানি তাঁর কলমে দ্বিতীয় ওভার বাউন্ডারি হাঁকালেন বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে। বিরাট ছুটি নিয়ে দেশে ফিরেছেন সেটা নিয়ে কোনও সমস্যা দেখছেন না সানি। তাঁর প্রশ্ন বিরাটের জায়গায় অন্য কেউ হলে সে কি এই সুযোগ পাবে? এক্ষেত্রে টি নটরাজনের প্রসঙ্গ টেনে এনেছেন গাভাসকর। বলছেন, ‘বিরাট প্রথম সন্তানের জন্মের জন্য ছুটি পেয়েছেন। অথচ টি নটরাজনের প্রথম সন্তান যখন জন্ম নেয়, তখন সে আইপিএল খেলছে। আরব দেশ থেকে সোজা অস্ট্রেলিয়া আসে নটরাজন। সেখানে জাতীয় দলের জার্সিতে দুরন্ত অভিষেক। কিন্তু তারপরও তাকে ছুটি দেওয়া হল না। টেস্ট দলের সঙ্গে নেট বোলার হিসেবে রেখে দেওয়া হল। এখনও নিজের প্রথম সন্তানের মুখ দেখেনি নটরাজন।’

এরপর কিছুটা চ্যালেঞ্জের সুরেই সানি লিখেছেন, আমার কথা বিশ্বাস না হলে অশ্বিন ও নটরাজনকে প্রশ্ন করে দেখুন আমি ভুল বলছি কিনা। এটাই ভারতীয় ক্রিকেট। এক এক ক্রিকেটারের জন্য এক এক নিয়ম।