IPL 2025: ল্যাঙ্গার-জাহির ‘বুদ্ধিহীন’! লখনউয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রাক্তনীর

চলতি মরসুমে আইপিএল অনেকটা পথ পেরিয়েছে। লিগ ম্যাচের ৭০টির মধ্যে ৪৯টি খেলা ইতিমধ্যেই শেষ। বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, অশ্বিনী কুমার, দিগ্বেশ রাঠির মতো তরুণ তুর্কির উত্থান যেমন হল তেমনই অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের উপর প্রশ্নচিহ্নও উঠে গিয়েছে। তাঁদের মধ্যে পন্থ অন্যতম।

IPL 2025: ল্যাঙ্গার-জাহির বুদ্ধিহীন! লখনউয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রাক্তনীর
IPL 2025: ল্যাঙ্গার-জাহির 'বুদ্ধিহীন'! লখনউয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রাক্তনীরImage Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 01, 2025 | 2:42 PM

কলকাতা: চলতি মরসুমে আইপিএল অনেকটা পথ পেরিয়েছে। লিগ ম্যাচের ৭০টির মধ্যে ৪৯টি খেলা ইতিমধ্যেই শেষ। বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্য, অশ্বিনী কুমার, দিগ্বেশ রাঠির মতো তরুণ তুর্কির উত্থান যেমন হল তেমনই অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের উপর প্রশ্নচিহ্নও উঠে গিয়েছে। তাঁদের মধ্যে পন্থ অন্যতম। এ বার সেই লখনউয়ের ক্যাপ্টেন পন্থ, কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর জাহির খানের উপর রেগে খাপ্পা প্রাক্তনী কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কেন রেগে গেলেন প্রাক্তনী?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২ এপ্রিল মাঠে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রানের লক্ষ্য দিতে পেরেছিল তাঁরা। ওই ইনিংসে ৭ নম্বরে ব্য়াট করতে নামেন পন্থ। যখন ব্যাট করতে নামেন তখন বাকি মাত্র দুটি বল। নেমে আবার ইনিংসের শেষ বলে আউটও হয়ে যান। ১৯ ওভারে ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করতে করতে মেন্টর জাহির খানের সঙ্গে খোশগল্প করতে দেখা যায় পন্থকে। পন্থের এই ৭ নম্বরে নামা, এমন সময়ে নামা, যাতে স্কোরবোর্ডে কোনও রকমের প্রভাব ফেলতে পারা সম্ভব নয়। এই সিদ্ধান্ত কাদের? এমন বেশ কিছু বিষয় নিয়ে কোচ, মেন্টর ও ক্যাপ্টেনকে সরাসরি আক্রমণ করলেন বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের প্রাক্তন ক্রিকেটার তাঁর ইউটিউব শো চিকি চিকাতে হোস্ট, তাঁর ছেলে অনিরুদ্ধের সঙ্গে কথাবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন।

শ্রীকান্ত বলেছেন, ‘মাত্র দু’বলের জন্য ব্যাট করতে কেন নেমেছিল? ল্যাঙ্গার ঠিক কী করতে চাইছে? টিম ম্যানেজমেন্ট কী করতে চাইছে? জাহির খান কী করতে চাইছে? আমি সত্যিই বুঝতে পারলাম না। অনেকে বলছে পন্থ নিজে ব্য়াটে নামতে চাইলেও ওকে নাকি যেতে দেওয়া হয়নি। ও টিমের অধিনায়ক। ওর কেন অন্য কারও অনুমতির প্রয়োজন? এটা ঠিক যে দিনের শেষে পুরোটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ল্যাঙ্গার-জাহির-পন্থ তিনজনেই ওখানে ছিল। ওদের মাথায় কি বুদ্ধি নেই?’

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-