IPL 2025, Virat Kohli: বিরাট কোহলি কেন নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছেন? খোলসা করলেন এবিডি

Royal Challengers Bengaluru, IPL: ফাফ না থাকায় মনে করা হয়েছিল, আবারও আরসিবির দায়িত্ব নিতে পারেন বিরাট কোহলি। তাঁর কাছে প্রস্তাবও ছিল। শেষ অবধি রজত পাতিদারকে ক্যাপ্টেন করা হয়। এর নেপথ্যে কারণ রয়েছে, এমনটাই জানালেন আরসিবির প্রাক্তন তথা বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স।

IPL 2025, Virat Kohli: বিরাট কোহলি কেন নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছেন? খোলসা করলেন এবিডি
Image Credit source: RCB, X

Mar 18, 2025 | 8:56 PM

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এ বার নতুন ক্যাপ্টেন। ফাফ ডু’প্লেসিকে আরসিবি রিটেন না করায় তখন থেকেই মনে হচ্ছিল এই বদল হবে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন, এই ফরম্যাটে আর দেশের হয়ে আর নেতৃত্ব দেবেন না। তার পাশাপাশি আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করে দেন। এরপর অকশনে ডু’প্লেসিকে নেওয়া হয় এবং তাঁকেই নেতৃত্ব দেওয়া হয়। ফাফ না থাকায় মনে করা হয়েছিল, আবারও আরসিবির দায়িত্ব নিতে পারেন বিরাট কোহলি। তাঁর কাছে প্রস্তাবও ছিল। শেষ অবধি রজত পাতিদারকে ক্যাপ্টেন করা হয়। এর নেপথ্যে কারণ রয়েছে, এমনটাই জানালেন আরসিবির প্রাক্তন তথা বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স।

বিরাট কোহলি যে এমনিই ক্যাপ্টেন্সি নিতে চাননি তা নয়। বরং টিমের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান এবিডি। স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে এবিডি বলেন, ‘আমার ধারণা অ্যান্ডি ফ্লাওয়ার দীর্ঘ দিন ধরেই এটি ভাবছিলেন। আমার মনে হয়, আরসিবি নতুন কাউকেই ক্যাপ্টেন হিসেবে চাইছিল। এ বিষয়ে যে বিরাটের অবশ্যই কথা বলেছে নিশ্চিত। বিরাটও যে সম্মতি জানিয়েছেন বলাই যায়। বিরাটেও এমনই নেতৃত্ব নিতে চায়নি তা নয়। ও নিজেও এই পরিবর্তনের পক্ষে ছিল।’

রজত পাতিদারকে অনেক আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। সে কারণেই মধ্য প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছিলেন রজত পাতিদার। আরসিবি টিম ম্যানেজমেন্টের তা পছন্দই হয়েছে। রজতকে সহযোগিতা করার জন্য বিরাট কোহলি তো থাকছেনই। এবিডি আরও যোগ করেন, ‘বিরাট পরিণত মানসিকতারই পরিচয় দিয়েছে। আমার ধারণা, গত মরসুমগুলির মধ্যেও চাইলে ও ক্যাপ্টেন হতে পারত। কিন্তু টিমের ভবিষ্যৎ ভেবেই বড় সিদ্ধান্ত নিয়েছে। রজত পাতিদার-বিরাট মিলেই টিমটা চালাবে, এটুকু বলা যায়।’