AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK Final: চ্যাম্পিয়ন হল ভারত, ট্রফি নিয়ে গেলেন পিসিবি চেয়ারম্যান!

India vs Pakistan, Asia Cup 2025: রেকর্ড নবমবার এশিয়া সেরা। ম্যাচ শেষে ব্যক্তিগত পুরস্কার নিলেও উইনার্স ট্রফি নেয়নি ভারতীয় দল। ট্রফি ছাড়াই সেলিব্রেশনে মাততে দেখা যায়। এর মাঝেই অন্য এক দৃশ্য। ট্রফি নিয়ে মাঠ ছাড়েন পিসিবি প্রধান মহসিন নকভি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

IND vs PAK Final: চ্যাম্পিয়ন হল ভারত, ট্রফি নিয়ে গেলেন পিসিবি চেয়ারম্যান!
Image Credit: PTI
| Updated on: Sep 29, 2025 | 5:56 PM
Share

এশিয়া কাপ শেষ হয়েছে। গত রাতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই নিয়ে এ বারের এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি। গ্রুপ এবং সুপার ফোর পর্বে পাকিস্তানকে একপেশে ম্যাচে দুরমুশ করেছিল ভারত। ফাইনালে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, পরিসংখ্যান পাকিস্তানের দিকে। তবে তিলক ভার্মার ঠান্ডা মাথার ইনিংস এবং সঞ্জু স্য়ামসন ও শিবম দুবের অবদান। শেষ অবধি ৫ উইকেটের বড় ব্যবধানে জয় ভারতের। রেকর্ড নবমবার এশিয়া সেরা। ম্যাচ শেষে ব্যক্তিগত পুরস্কার নিলেও উইনার্স ট্রফি নেয়নি ভারতীয় দল। ট্রফি ছাড়াই সেলিব্রেশনে মাততে দেখা যায়। এর মাঝেই অন্য এক দৃশ্য। ট্রফি নিয়ে মাঠ ছাড়েন পিসিবি প্রধান মহসিন নকভি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে। পরিস্থিতি আরও জটিল হয় পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায়। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছিল। এরপরই অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তানে থাকা জঙ্গিঘাটি গুড়িয়ে দেয়। গ্রুপ পর্বের ম্যাচে টসের পর পাক ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচের পরও এই অবস্থান বজায় রাখা হয়। সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি হাঁকানোর পর গান সেলিব্রেশন করেন। তেমনই পাক পেসার হ্যারিস রউফ পহেলগাঁও নিয়ে নানা অঙ্গভঙ্গি করেন।

মহসিন নকভি যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আবার সে দেশের মন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। ক্রিকেট মাঠের তিক্ততা আরও বাড়ে যখন দেখা যায়, নকভি সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর একটি জেট সেলিব্রেশনের ভিডিয়ো পোস্ট করেন। প্রকাশ্যে ভারত বিরোধী নানা পোস্ট, বক্তব্য। আবার জেন্টলম্যানস গেম নিয়েও জ্ঞান দিতে দেখা যায়। এশিয়া কাপ ফাইনালের পর মঞ্চে উপস্থিত ছিলেন পিসিবি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নকভি।

মঞ্চে আরও অনেক ব্যক্তিত্ব ছিলেন, যাঁরা বিভিন্ন পুরস্কার তুলে দেন। ম্যাচ এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন ভারতের ক্রিকেটাররাই। সেই পুরস্কার নেওয়া হয়। তেমনই পাকিস্তান ক্রিকেটারদের রানার্স মেডেল দেওয়া হয়। সব শেষে বিজয়ী ট্রফি দেওয়ার কথা। মহসিন নকভি মঞ্চে থাকায় বয়কট করে ভারত। সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন, তাঁকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভারতীয় দল এখন পুরস্কার নেবে না।

এরপর দেখা যায় চমকপ্রদ দৃশ্য। ট্রফি এবং বাকি অতিথিদের সঙ্গে মাঠ ছাড়ছেন মহসিন নকভি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল হইচই। গায়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ মহসিন নকভির!