AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: রিঙ্কু সিং নেই! শুভমন গিলেই আস্থা, জুরেলের নেতৃত্বে খেলবেন কুলদীপ-খলিল

Duleep Trophy 2025: দলীপ ট্রফিতেও তাঁকেই দায়িত্ব দেওয়া হল নর্থ জোনের। যদিও শর্তাবলী প্রযোজ্য রয়েছে। সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব, খলিল আহমেদও। যদিও জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের।

Indian Cricket: রিঙ্কু সিং নেই! শুভমন গিলেই আস্থা, জুরেলের নেতৃত্বে খেলবেন কুলদীপ-খলিল
Image Credit: PTI
| Updated on: Aug 08, 2025 | 1:31 AM
Share

দলীপ ট্রফির নর্থ জোন এবং সেন্ট্রাল জোনের স্কোয়াডও ঘোষণা হয়ে গেল। নর্থ জোনকে নেতৃত্ব দেবেন ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল। অতীতে রঞ্জি ট্রফিতে সীমিত সময় নেতৃত্ব দিয়েছেন। ইংল্যান্ড সফরে তাঁকেই টেস্ট অধিনায়ক করা হয়। আপাতত লাল-বলের ক্রিকেটের জন্য় ভাবা হলেও ভবিষ্যতে তাঁকে তিন ফরম্যাটেই ক্যাপ্টেন করার ভাবনা রয়েছে। দলীপ ট্রফিতেও তাঁকেই দায়িত্ব দেওয়া হল নর্থ জোনের। যদিও শর্তাবলী প্রযোজ্য রয়েছে। সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব, খলিল আহমেদও। যদিও জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের।

শুভমন গিলকে ক্যাপ্টেন করা হলেও পুরো টুর্নামেন্টে তিনিই নেতৃত্ব দেবেন, নিশ্চয়তা নেই। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। শুভমন গিল যদি টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেন, সেক্ষেত্রে দলীপে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন অঙ্কিত কুমার। আর শুভমনের পরিবর্তে স্কোয়াডে আসবেন শুভম রোহিলা। একই ভাবে অর্শদীপ সিং, হর্ষিত রানা এশিয়া কাপে খেললে তাঁদের পরিবর্তে স্কোয়াডে আসবেন গুরননুর ব্রার ও অনুজ ঠাকরাল।

ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোনের স্কোয়াডে উত্তর প্রদেশের কুলদীপ যাদব থাকলেও রিঙ্কু সিংকে রাখা হয়নি। এর থেকে বলা যেতে পারে, এশিয়া কাপের প্রস্তুতির জন্যই তাঁকে আপাতত রেড বলের ক্রিকেটে রাখা হয়নি। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে অটোমেটিক চয়েস রিঙ্কু সিং।

দলীপ ট্রফিতে নর্থ জোন স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), শুভমন খাজুরিয়া, অঙ্কিত কুমার (ভাইস ক্যাপ্টেন), আয়ুষ বাদোনি, যশ ধূল, অঙ্কিত কলসি, নিশান্ত সিন্ধু, সাহিল লোটরা, মায়াঙ্ক ডাগর, যুধবীর সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আকিব নবি, কানহাইয়া ওয়াধাবান।

স্ট্যান্ড বাই: শুভম অরোরা, জসকরণবীর সিং, রবি চৌহান, আবিদ মুস্তাক, নিশুক বিরলা, উমর নাজির, দিবেশ শর্মা।

সেন্ট্রাল জোন স্কোয়াড- ধ্রুব জুরেল (ক্যাপ্টেন) রজত পাতিদার, আর্য জুয়েল, দানিশ মালেবর, সঞ্চিত দেশাই, কুলদীপ যাদব, আদিত্য ঠাকারে, দীপক চাহার, সারাংশ জৈন, আয়ুষ পান্ডে, শুভম শর্মা, যশ রাঠোর, হর্ষ দুবে, মানব সুথার, খলিল আহমেদ।

স্ট্য়ান্ড বাই-মাধব কৌশিক, যশ ঠাকুর, যুবরাজ চৌধুরি, মহিপাল লোমরোর, কুলদীপ সেন, উপেন্দ্র যাদব।