AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli : বিরাটের চোখে ‘ক্রিকেটের আসল বস’ কে?

তরুণ প্রজন্ম এখনও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়। সেই তিনি বিশ্ব ক্রিকেটে এক সময় 'রাজ' করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে একাধিক পাওয়ার হিটার থাকলেও তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটার নেই।

Virat Kohli : বিরাটের চোখে 'ক্রিকেটের আসল বস' কে?
Virat Kohli : বিরাটের চোখে 'ক্রিকেটের আসল বস' কে?Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 04, 2023 | 9:15 PM
Share

নয়াদিল্লি: তিনি কিংবদন্তি। তাঁর খেলা একাধিক ক্রিকেটারকে মোটিভেট করেছে। তরুণ প্রজন্ম এখনও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়। সেই তিনি বিশ্ব ক্রিকেটে এক সময় ‘রাজ’ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে একাধিক পাওয়ার হিটার থাকলেও তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটার নেই। কথা হচ্ছে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসকে (Vivian Richards) নিয়ে। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর চোখে ‘ক্রিকেটের আসল বস’ স্যার ভিভিয়ান রিচার্ডস। ডাকাবুকো ভিভ কখনও নিজের কেরিয়ারে কাউকে তোয়াক্কা করেননি। বিরাটের মধ্যেও ভিভের ছাপ দেখা যায়। বিরাটের আগ্রাসী মেজাজ একাধিক ক্রিকেট প্রেমী পছন্দ করেন। সেই বিরাটে আবার গুণমুগ্ধ ভিভ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি সম্প্রতি ভিভিয়ান রিচার্ডসের একটি ভিডিয়ো ক্লিপের লিঙ্ক শেয়ার করেছেন। যেখানে বিরাট ক্যাপশনে লেখেন ‘দ্য রিয়াল বস’।

Virat Kohli Highlights Real Boss of Cricket, see pic

বিরাট কোহলির ইন্টগ্রাম স্টোরির স্ক্রিনশট।

ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর ক্রিকেট কেরিয়ারের সময় যদি টি-২০ ফর্ম্যাট থাকত, তা হলে তিনি এই ফর্ম্যাটে খেলতেন। ক্রিকেট ডিস্ট্রিক্ট ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সদ্য এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে ভিভকে প্রশ্ন করা হয়, তিনি কী টি-২০ ক্রিকেটে খেলা পছন্দ করতেন? উত্তরে ভিভ জানান, নিশ্চিতভাবেই তিনি আইপিএল, সিপিএলের মতো টুর্নামেন্টে খেলা পছন্দ করতেন। প্রসঙ্গত, ১৯৭৪ থেকে ১৯৯১ সাল অবধি জাতীয় দলের হয়ে স্যার ভিভ রিচার্ডস ১২১টি টেস্টে এবং ১৮৭টি ওডিআই ম্যাচে খেলেছেন। দুই ফর্ম্যাটে তাঁর সংগ্রহ যথাক্রমে ৮৫৪০ রান ও ৩২টি উইকেট এবং ৬৭২১ রান ও ১১৮টি উইকেট।

উল্লেখ্য, বর্তমানে বিরাট কোহলি চলতি আইপিএলে ব্যস্ত। ১৬তম আইপিএলে একাধিক রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। সবকিছুকে তাও যেন ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ। ক্রিকেট বিশ্ব এই ইস্যুতে দু’ভাগ হয়ে গিয়ে তাঁদের এই বিতর্কে ২ রকম মতামত পেশ করেছেন। বিরাট-গৌতম বিতর্কে এক দল কোহলিকে সাপোর্ট করছেন তো আর এক দল গম্ভীরকে। ভারতীয় ক্রিকেটের এই দুই আইকনের এহেন আচরণ সকলকে চমকে দিয়েছে। এ বার দেখার এই বিতর্কের জল কতদূর গড়ায়।