AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ আর্চারের কুনুইয়ের অস্ত্রোপচার

চোট কোনও মতেই পিছু ছাড়ছে না ইংল্যান্ডের (England) তারকা পেসার জোফ্রা আর্চারকে (Jofra Archer)। ভারতের (India) বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজ চলাকালীন, কুনুইতে চোট পেয়েছিলেন আর্চার।

আজ আর্চারের কুনুইয়ের অস্ত্রোপচার
সৌজন্যে-ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার
| Updated on: May 21, 2021 | 9:20 AM
Share

লন্ডন: চোট কোনও মতেই পিছু ছাড়ছে না ইংল্যান্ডের (England) তারকা পেসার জোফ্রা আর্চারকে (Jofra Archer)। ভারতের (India) বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজ চলাকালীন, কুনুইতে চোট পেয়েছিলেন আর্চার। দেশে ফিরে আর্চারের অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু আবার সেই চোটের জায়গায় ব্যাথা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত সপ্তাহেই ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে ফিরেছিলেন আর্চার। কেন্টের বিরুদ্ধে সাসেক্স দলের হয়ে, প্রথম ইনিংসে ভালোই খেলেছিলেন। পেয়েছিলেন দুটি উইকেটও। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরনো চোটের জায়গায় ব্যথা হওয়ায়, মাত্র ৫ ওভার বল করেন আর্চার। আজ আবার কুনুইয়ের অস্ত্রোপচার (elbow surgery) হবে আর্চারের।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ডান কুনুইতে জোফ্রা ব্যাথা অনুভব করছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। আগামীকার কনুইয়ের অস্ত্রোপচার হবে আর্চারের।”

ইসিবির টুইট দেখে আইপিএলে তাঁর দল রাজস্থান রয়্যালসের (Rajasthan Rouals) তরফেও টুইট করা হয়। তারা লেখে, “জোফ্রা আর্চার আশা করি অস্ত্রোপচার সফর হবে।” কুনুইয়ের চোটের কারণেই এ বারের আইপিএলে (IPL) খেলতে পারেননি রাজস্থানের অন্যতম সেরা অস্ত্র আর্চার।

২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড। যা পরিস্থিতি, তাতে আর্চারের খেলা অনিশ্চিত বললেই চলে।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ফুটবলার রাহুল কুমার