India vs South Africa: একদিনে পড়ল ১৫ উইকেট, জাডেজা-কুলদীপের দাপটে ধরাশায়ী প্রোটিয়ারা

IND vs SA, Eden Test: ক্রিকেটের নন্দনকাননে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টর দ্বিতীয় দিন দেখা গেল ১৫ উইকেট পড়তে। ভারত যে আহামরি রান করেছে, তেমনটাও নয়। তবে টিম ইন্ডিয়ার বোলাররা নিজেদের কাজটা ঠিক সময়ে করে গেলেন।

India vs South Africa: একদিনে পড়ল ১৫ উইকেট, জাডেজা-কুলদীপের দাপটে ধরাশায়ী প্রোটিয়ারা
একদিনে পড়ল ১৫ উইকেট, জাডেজা-কুলদীপের দাপটে ধরাশায়ী প্রোটিয়ারাImage Credit source: PTI

Nov 15, 2025 | 5:01 PM

কলকাতা: পাঁচ দিনের টেস্ট (Test) আড়াই দিনে শেষ হওয়ার পথে! ক্রিকেট মহলে এমনটাই আলোচনা চলছে। কারণ ইডেন টেস্টের যা অবস্থা, তাতে আগামিকাল অর্থাৎ রবিবার এক ঘণ্টার মধ্যেই যদি ভারত ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায়, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিকেটের নন্দনকাননে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টর দ্বিতীয় দিন দেখা গেল ১৫ উইকেট পড়তে। ভারত যে আহামরি রান করেছে, তেমনটাও নয়। তবে টিম ইন্ডিয়ার বোলাররা নিজেদের কাজটা ঠিক সময়ে করে গেলেন। জাডেজা-কুলদীপের দাপটে যে কারণে দ্বিতীয় দিনের শেষে ধরাশায়ী প্রোটিয়ারা।

দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল ভারতের ইনিংস দিয়ে। আর দিনটা শেষ হল প্রায় দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার পথে। প্রথম দিনের শেষ বেলায় যশস্বীর উইকেট হারিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় দিন হারায় আরও ৮টি। ক্যাপ্টেন গিল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আর বুমরা ১ রানে নট আউট। স্কোরবোর্ডে ভারত তোলে ১৮৯ রান। এরপর শুরু হয় প্রোটিয়াদের ইনিংস।

দিনের অনেকটা যে সময় বাকি ছিল, তেমনটাও নয়। কিন্তু তাসের ঘর ভেঙে পড়ার মতো হুড়মুড়িয়ে উইকেট হারিয়ে বসল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর ৭ উইকেটে ৯৭। বাভুমারা খেলেছেন ৩৫ ওভার। দিন শেষে ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ক্যাপ্টেন বাভুমা। আর তাঁর সঙ্গে ১ রানে নট আউট কর্বিন বস। ৬৩ রানের লিড। জাডেজা নিয়েছেন ৪ উইকেট। কুলদীপ ২টি আর ১টি উইকেট অক্ষরের ঝুলিতে।

আড়াই দিনেই কি শেষ হবে ইডেন টেস্ট?

যে দিকে এগোচ্ছে খেলা, আর যেভাবে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবরা আক্রমণ করছেন প্রোটিয়া ব্যাটারদের উপর, তাতে রবি-সকালে ম্যাচ শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই যদি দক্ষিণ আফ্রিকার ৩টে উইকেট তুলে নেয়, তা হলে অবাক হওয়ার থাকবে না।