এমার্জিং এশিয়া কাপে ভারতের জয়ের রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এই প্রথম এমার্জিং এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত এ দলে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে দুরন্ত পারফর্ম করা তরুণদের। সুযোগটা দুর্দান্ত ভাবে কাজে লাগাচ্ছেন তাঁরা। অভিযান শুরু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয়ে। এরপর আরব আমির শাহিকে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করে ভারত। লক্ষ্য ছিল সেমিফাইনালের আগে গ্রুপে একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখা। সফলও হল ভারত এ দল। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে ২৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ভারতের।
ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে অংশুল কম্বোজের জায়গায় সুযোগ দেওয়া হয় আর এক তরুণ পেসার আকিব খানকে। যদিও ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। গত ম্যাচের মতোই বল হাতে দুর্দান্ত কেকেআরের তরুণ অলরাউন্ডার রমনদীপ সিং। ১ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট। আট বোলার ব্যবহার করেন ভারত অধিনায়ক তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে ওমান।
ভারতীয় ব্যাটারদের ফর্ম এবং দক্ষতার কাছে সহজ টার্গেট বলা যায়। অনুজ রাওয়াত ৮ রানে ফেরেন। তবে গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা এ দিনও তাণ্ডব দেখান। মাত্র ১৫ বলে ৩৪ রান অভিষেকের। অধিনায়ক তিলক ভার্মা ইনিংস অ্যাঙ্কর করেন। চারে নেমে আয়ুষ বাদোনির ২৭ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস। নেহাল ওয়াদেরা অবশ্য ভরসা দিতে পারেননি। তিলকের সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রমনদীপ। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন কেকেআরের রমনদীপ। ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক তিলক অপরাজিত ৩০ বলে ৩৬ রানে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এ-দল।