PAK vs ENG: কাকতালীয় নাকি ‘অপয়া!’ ৫৫৬ করলেই টেস্ট হার? রইল চমকে দেওয়া পরিসংখ্যান

ঘরের মাঠে পাকিস্তান বাংলাদেশের কাছে সদ্য ২ টেস্টের সিরিজ হেরেছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানে লজ্জার হারের মুখ দেখতে হল শাহিনদের। তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। পাকিস্তানের ৬ বোলার ১০০-র বেশি রান দিয়েছেন ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের।

PAK vs ENG: কাকতালীয় নাকি 'অপয়া!' ৫৫৬ করলেই টেস্ট হার? রইল চমকে দেওয়া পরিসংখ্যান
PAK vs ENG: কাকতালীয় নাকি 'অপয়া!' ৫৫৬ করলেই টেস্ট হার? রইল চমকে দেওয়া পরিসংখ্যান
Follow Us:
| Updated on: Oct 11, 2024 | 2:37 PM

কলকাতা: ইংল্যান্ডের বাজ়বলের কাছে উড়ে গেল পাকিস্তান (Pakistan)। শান মাসুদের দলের সময়টা ভালো কাটছে না। ঘরের মাঠে পাকিস্তান বাংলাদেশের কাছে সদ্য ২ টেস্টের সিরিজ হেরেছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানে লজ্জার হারের মুখ দেখতে হল শাহিনদের। তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। পাকিস্তানের ৬ বোলার ১০০-র বেশি রান দিয়েছেন ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের। যে কারণে প্রথম ইনিংসে ৮২৩ রান তোলে ইংল্যান্ড। ট্রিপল সেঞ্চুরি হ্যারি ব্রুকের। মাত্র ৩৮ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেন জো রুট। প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেও শেষ অবধি এক ইনিংস ও ৪৭ রানে হারল পাকিস্তান। ৫৫৬ রান করলেই টেস্টে হারের নজিরও রয়েছে। যে পরিসংখ্যান দেখলে চমকে যেতে পারেন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ধরলে পাকিস্তান তাদের ধরের মাঠে ১১টি টেস্টের ৭টিতে হেরেছে এবং ৪টিতে ড্র করেছে। বাজ়বল জমানায় ইংল্যান্ড এই নিয়ে তৃতীয় বার ৫০০-র বেশি রান করল। আর তিনবারই জিতেছে ইংলিশ ব্রিগেড। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে ৫৫৬ রান তুললেও দ্বিতীয় ইনিংসে ২৫০ রানও তুলতে পারেননি বাবর আজমরা। ২২০ রানে অল আউট হয় পাকিস্তান। যার জেরে মুলতান টেস্ট হারতে হল শান মাসুদদের।

এ বার যদি ফেরা যায় ৫৫৬ রানে টেস্টে অল আউট হওয়ার পরিসংখ্যানে, তা হলে নজরে পড়বে, ২০০০ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছে ৫৫৬ রানে যে দলই অল আউট হয়েছে, তারা ম্যাচ হেরেছে। ৩টি টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটেছে। সেগুলি হল —

১. ২০০৩, অস্ট্রেলিয়া বনাম ভারত – অজিরা ৫৫৬ রানে অল আউট হয়ে টিম ইন্ডিয়ার কাছে হেরেছিল।

২. ২০১২, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ ৫৫৬ রান তুলে অল আউট হয়েছিল। পরবর্তীতে ক্যারিবিয়ানদের কাছে ওই ম্যাচ হেরেছিল টাইগার্সরা।

৩. ২০২৪, পাকিস্তান বনাম ইংল্যান্ড – পাকিস্তান ৫৫৬ রানে অল আউট। ইংল্যান্ডের কাছে হেরেছে পাক টিম।